E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০১৬ ফেব্রুয়ারি ২৫ ১৫:২৪:৫৮
গোপালগঞ্জে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৯০টি  গ্রামের ৬ হাজার ২৮ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরসারি এর উদ্বোধন করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাযালয় থেকে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবীর প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। এ সময় গোপালগঞ্জ জেলায় কর্মরত প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উদ্বোধনের মধ্যদিয়ে কোটালীপাড়া উপজেলার শতকরা ৯২ ভাগ এলাকা বিদ্যুতায়ন হলো। আগামী জুন মাসের মধ্যে পুরো কোটালীপাড়া উপজেলায় বিদ্যুতায়নের কাজ শেষ হবে।


(ওএস/এস/ফেব্রুয়ারি২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test