E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে নিরাপদ পানি ব্যবহারের পণ্য সামগ্রী বিতরণ

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৬:২৩:০১
গোপালগঞ্জে নিরাপদ পানি ব্যবহারের পণ্য সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের পরিবারকে নিরাপদ পানি ব্যবহারের জন্য পানির পট, গ্লাস, পাত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে।

শনিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩১৯-এর ব্যবস্থাপনায় চার্চ অব দ্যা ন্যাজরীন ইন্টারন্যাশনাল, রঘুনাথপুরের প্রকল্প অফিস চত্বরে প্রকল্পভুক্ত ২ শতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের হাতে এসব পণ্য সামগ্রী তুলে দেন। এ উপলক্ষে সেখানে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের কনভেনর কল্যাণ পান্ডে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, প্রজেক্ট ম্যানেজার আলফ্রেড সৈকত নাথ, রাবার্ট তালুকদার, রমা প্রমুখ। পরে অনুষ্ঠানে আগত অভিভাবকদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। এছাড়া সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এলাকার দরিদ্র শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি, দুপুরের খাবার এবং স্কুল শেষে তাদেরকে বিনা খরচে কোচিং সুবিধা দিয়ে আসছে।

(পিএম/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test