E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনকে কুপিয়ে জখম

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৯:০৫:২৪
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনকে কুপিয়ে জখম


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : জয়বাংলা ক্লাবে না বসার অপরাধে ছাত্রলীগ সন্ত্রাসীরা একই দলের এসএসসি পরীক্ষার্থী শাহীন হাওলাদার ও দশম শ্রেণির ছাত্র সোহাগকে কুপিয়ে জখম করেছে। পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।

আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই শাহীন কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তরিকুল মৃধার নেতৃত্বে ৫/৭ সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায় বলে আহতদের স্বজনরা জানান।

এদিকে শনিবার সকালে চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শতাধিক ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবক ওই স্কুলের দুই ছাত্রকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ক্লাসবর্জন করে স্কুলের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহমেদ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা বলেন,সন্ত্রাসী হামলার কারনে আগামীকাল রবিবার এসএসসি পরীক্ষা দেয়া হলো না শাহীনের। তাকে পেট,পিঠ ও মাথায় একাধিক আঘাত করায় ইতিমধ্যে তিনব্যাগ রক্ত দিতে হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

জানাযায়, ধুলাসারে আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে একগ্রুপ জয়বাংলা নামে একটি ক্লাবঘর করে ওই স্থান থেকে নিজেদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। ঘটনার রাতে ওই দুই ছাত্র ওই ক্লাবে কিছুক্ষন বসার পর চলে আসে। নেতাদের না জানিয়ে চলে আসার কারনে বিক্ষুদ্ধ হয়ে তাদের দুইজনকে কুপিয়ে জখম করে।

ধুলাসার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ জানান, আহত দু’জনই ছাত্রলীগ কর্মী। তরিকুল ছাত্রলীগের বহিস্কৃত নেতা। কি কারনে হামলা হয়েছে তা জেনে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, তারা হামলার ঘটনা জেনেছেন। কিন্তু এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দাখিল করেনি।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test