E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ভুয়া ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের জিডি

২০১৬ ফেব্রুয়ারি ২৯ ১৮:১৭:৫৩
কলাপাড়ায় ভুয়া ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের জিডি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ফেসবুকে ভুয়া আইডি খুলে পরিবার ও সন্তানদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য ও কু-রুচিকর পোষ্ট আপলোড করায় কলাপাড়া থানায় জিডি করেছেন পটুয়াখালীল কলাপাড়ার মহীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন। সোমবার “কলাপাড়া উপজেলা ছাত্রদল উইথ কলাপাড়া” ফেসবুক আইডির বিরুদ্ধে তিনি এ অভিযোগ দায়ের করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার তিন পুত্রকে জড়িয়ে ওই আইডিতে কু-রুচিকর বক্তব্য পোষ্ট করায় তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এবং সম্মান হানি হয়েছে। এ কারনে উক্ত ফেসবুক পোষ্টকারীকে সনাক্ত করে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন করেন।

উল্লেখ্য, গত ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ওই ফেসবুক আইডি থেকে মহীপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আকন ও তার তিন ছেলেকে জড়িয়ে বিভিন্ন অশ্লীল পোষ্ট আপলোড করা হয় । এতে ওই আইডির ফলোয়ার ও বন্ধুরা লাইক-কমেন্ট করলে তা মুহুর্তের মধ্যে কলাপাড়ার ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হলে ইউপি চেয়ারম্যান এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test