E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটালীপাড়ায় চলছে ৪ দিনব্যাপী কবি সুকান্ত মেলা

২০১৬ মার্চ ০২ ১৬:১০:০৮
কোটালীপাড়ায় চলছে ৪ দিনব্যাপী কবি সুকান্ত মেলা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। মঙ্গলবার সন্ধ্যায় কবির মুরালের বেদীতে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান প্রদীপ প্রজ্জ্বলন করে এ মেলার উদ্বোধন করেন। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ২০১৩ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে কবির পৈত্রিক ভিটায় এ মেলার আয়োজন করা হয়ে আসছে।

কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এই মেলাকে ঘিরে উপজেলাব্যাপি বইছে উৎসবের আমেজ। নবরূপে সেজেছে কবির বাড়ি ও এর আশপাশের এলাকা। কবি ভক্ত ও এলাকাবাসীরা মেলায় উপস্থিত থেকে মেলাকে প্রানবন্ত করে তুলেছে। দেশীয় কুটির শিল্প, ঝালমুড়ি, চানাচুর, মিষ্টির দোকান বসেছে এ মেলায়। বসেছে নাগর দোলাসহ বিভিন্ন দোকানও। প্রতিদিন মেলা উপলক্ষে প্রতিষ্ঠিত সুকান্ত মঞ্চে শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পী গোষ্ঠেীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। এছাড়াও আবহ বাংলার হারিয়ে যাওয়া জারিগান ও সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে।

কবি সুকান্তের পৈত্রিক ভিটায় এ মেলা দেখতে আসে সব বয়সের ও শ্রেণী পেশার লোক। একই গ্রামের বাসিন্দা হতে পেরে অনেকেই নিজেকে ভাগ্যবান মনে করেন। কবিকে স্মরণে রাখতে এবং দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে কবির বাড়িকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলারও দাবি জানান মেলায় আসা দর্শকরা।

কোটালীপাড়া উপজেলা উদীচীর সভাপতি অশোক কর্মকার বলেন, কবিকে স্মরনে রাখতে এবং দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে কবির বাড়িকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলারও দাবি জানান। তাহলে দেশী-বিদেশী পর্যটকরা এখানে আসবেন। এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ণ ঘটবে।

সুকান্ত মেলা আয়োজক কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান বলেন, আগামীতে মেলার কলেবর ও সৌন্দর্য বৃদ্ধি করা হবে। এখানে একটি পিকনিক স্পট তৈরির পরিকল্পনা রয়েছে। তার জন্য কবির বাড়িতে আসার রাস্তা প্রশস্ত করার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া কবির নামে স্থাপিত অডিটরিয়াম কাম লাইব্রেরীতে আরো বইয়ের ব্যবস্থা করা হবে। যাতে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা বই পড়ে কবি সম্পর্কে জানতে পারেন।

(পিএম/এএস/০২ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test