E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাগর থেকে অস্ত্রসহ ৩ জলদস্যু আটক, ২৭ জেলে উদ্ধার

২০১৬ মার্চ ০৩ ১৯:১১:১৫
সাগর থেকে অস্ত্রসহ ৩ জলদস্যু আটক, ২৭ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : সাগরে ডাকাতি কালে ৩ জলদস্যূ, আগ্নেয়অস্ত্র ও ডাকাতের ব্যবহৃত ২টি ইঞ্জিন বোট আটক করেছে কোস্ট গার্ড। জিম্মি অবস্থা থেকে ২৭ জেলে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা দেড় টায় কোস্ট গার্ড কর্তৃক পাথরঘাটা স্টেশন আফিসে এ তথ্য সাংবাদিকদের জানান হয়।

উদ্ধারকৃত ২৭ জেলেকে মুক্ত করে দেয়া হয়েছে। আটক ৩ জলদস্যুকে পাথরঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ জানিয়েছেন।

আজ বেলা দেড়টায় কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন অফিসে কোস্টগার্ড দক্ষিন যোন (ভোলা)এর যোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আনোয়ার হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, সুন্দরবনে অব্যহত ডাকাতি, জিম্মি ও জেলে হত্যা দমন করার লক্ষ্যে অভিযান কালে বুধবার সন্ধ্যা ৭টায় তিন জন জলদস্যু আটক করেন। তাদের সাথে থাকা হাতে তৈরী দেশী একনলা বন্দুক ২টি, হালকা বন্দুক (এলজি) ১টি ও পয়েন্ট টুটুবোর রাইফেলের কার্টুজ ১৩টি, বন্দুকের কার্টুজ ৭টি, দেশী ধারাল অস্ত্র ও পাইপ ৫টি এবং ডাকাতের ব্যবহৃত ট্রলার (ইঞ্জিন বোট) এফবি ফারজী ও এফবি সুলতানা রহমান আটক করে পাথরঘাটায় নিয়ে আসে। সংবাদিকদের ব্রিফিংকালে পাথরঘাটা স্টেশন কমান্ডার সৈয়দ আবদুর রউফ কোস্টগার্ডের কর্মকতাগন উপস্থিত ছিলেন। পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিনে গভীর সাগরে এ অভিযান চলে বলে কোস্ট গার্ড দাবি করে। গ্রেফতার জলদস্যুরা সুন্দরবনের মাস্টার বাহিনীর সদস্য বলে কোস্ট গার্ড নিশ্চিত করেন।

যোনাল কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, সাগরকে নিরাপদ রাখার উদ্দেশ্যে কোস্টগার্ড সহ আইন শৃংখলা বাহিনী অভিযান অব্যহত আছে, দুই দিন আগে আরো ২ জলদস্যু আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম যোন। অভিযান চলাকালে কোস্টগার্ড ১৭ রাউন্ড গুলি চালায় কিন্তু দস্যুবাহিনী কোন পাল্টা গুলি চালায়নি।

গ্রেফতার ৩ জলদস্যুর মধ্যে মো. সবুজ মাতুব্বর(২৪) ও আলী হোসেন (২৭)সহোদর। তারা বরিশালের উজিরপুর উপজেলার হস্তিসন্ধ গ্রামের মৃত রহমালীর ছেলে। অপর জলদস্যু মো. শিমুল হাসেনের(২০) বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার নতুন মিরপুর গ্রামে। পিতার নাম মো.সাখাওয়াত হোসেন।

দস্যুরা ২৫ টি ট্রলার ডাকাতি করে ওই সকল ট্রলারের ২৭জেলেকে মুক্তপণের জন্য এফবি ফারজী নামক একটি ট্রলারে জিম্মি করে আরো ডাকাতি করছিল। ওই উদ্ধারকৃত ২৭ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা,পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, জিয়ানগর,পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আলীপুর-মহিপুর নামে বিভিন্ন গ্রামে। তাদেরকে দুপুরে জেলা ট্রলার মালিক সমিতির তত্ত্বাবধানে মুক্তকরে দেয়া হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা জানান, দস্যুবাাহিনী তাদের সাগরে একটি ট্রলারের খোন্দলে ৪ দিন বন্দি করে রাখলে কাচাঁ চাল খেয়ে জীবন রক্ষা করেন।

প্রেস ব্রিফিং কালে শতশত জেলে কোস্টগার্ড অফিসে মিছিল সহকারে হাজির হয়ে জলদস্যু ধরায় শস্তি প্রকাশ করে। সাগরকে সম্পূর্ন নিরাপদ করা ও গত ১৮ ফেব্রুয়ারী সাগরে নিহত জেলে ই্সমাইলের ক্ষতিপূরন ও জিম্মি জেলেদের উদ্ধারের দাবি জানান।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, তিনি জলদস্যু আটকের কথা শুনেছেন থানায় হস্তান্তর করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

(এমএসআই/এএস/মার্চ ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test