E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

২০১৬ মার্চ ০৪ ১৭:৫০:৩৯
এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মিন্টু (২৮) ও নইমুল ইসলাম ওরফে ইমন (৩৫)।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার গাজীপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এটিএম বুথের টাকা লুটের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ঢাকার মিরপুরের ম্যানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) সৈয়দ আফজালুল আবেদিন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় টাকা লুটের পরিমাণ এক কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকার কথা উল্লেখ করা হয়েছে।

ওসি আরো জানান, এর আগে বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়ি থানা এলাকায় থেকে লুট হওয়া টাকার খালি দুইটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে উপজেলার হরিণহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে বুধবার রাত ৩টার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান টাকা রাখতে আসে। তাদের বহনকারী মাইক্রোবাস থেকে টাকা ভর্তি দুইটি ট্রাঙ্ক তারা ওই বুথের মধ্যে নিয়ে যান।

এসময় গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের সাতজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমন সময় অপর এক পিকআপে করে ১০/১২ জন দুর্বৃত্ত ওই বুথে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে টাকা ভর্তি দুইটি ট্যাঙ্ক লুট করে নিয়ে যায়।

(ওএস/এএস/০৪ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test