E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় সেনাবাহিনী মোতায়েনের দাবি

২০১৬ মার্চ ০৬ ১৪:৩২:৫৮
পাথরঘাটায় সেনাবাহিনী মোতায়েনের দাবি

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতা, হামলা-ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রবিবার (৬ মার্চ)  সকালে পাথরঘাটা প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজন ইউপি সদস্য প্রার্থী পৃথক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ অভিযোগ করেন। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানা যায়, ৬নং কাকচিড়া ইউনিয়নের বিএনপি (ধানের শীষ) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবুল হোসেনের কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয় তার প্রতিদ্বন্ধি আ.লীগের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন পল্টু ও তার সমর্থকরা। ইতোমধ্যে ৫ মার্চ শনিবার আবুল হোসেনের সমর্থক মো. মিন্টু মিয়া ও আ. কুদ্দুসকে কুপিয়ে আহত করে। এর মধ্যে মো. মিন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আ.লীগ প্রার্থী আলাউদ্দিন পল্টুর সমর্থক রমীম দালাল ও মঞ্জুরল আলমকে পুলিশ আটক করে। সংবাদ সম্মেলনে আবুল হোসেন নির্বাচনে সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েনেরও দাবি করে তিনি আশঙ্কা করে বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থী প্রকাশ্যে ভোট কেটে বিজয়ী হবেন বলেও ঘোষণা দিচ্ছেন।

এদিকে একইদিন ৩নং চরদুয়ানী ইউনিয়নের ৭ন¤¦র ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য প্রার্থী মো. ছগির মিয়া ও তার প্রতিদ্বন্ধি প্রার্থী মো. কবির মোল্লা হামলা-ভাংচুরের ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে মো. ছগির মিয়ার বিরুদ্ধে কবির মোল্লার বাড়ি হামলা ও ভাংচুরের অভিযোগ করেন। তবে পাল্টা সম্মেলনে মো. ছগির মিয়ার তার প্রতিদ্বন্ধি কবির মোল্লার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

আটককৃতদের বিষয় জানতে চাইলে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোন ধরনের বিশৃংখলা দমন করা হবে।



(এমএসআইকে/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test