E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবসে মানব বন্ধন

২০১৬ মার্চ ০৬ ১৮:৪৮:৩৫
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবসে মানব বন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : “কর্মে অধিকারে মর্যাাদায়, নারী –পুরুষ থাকবে সমতায়” আন্তর্জাতিক নারী দিবসের প্রতি সংহতি প্রকাশ করে সকল পর্যায়ে নারীর প্রতি সহিংসতা  প্রতিরোধ, বৈষম্য বিলোপ সমতা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে গতকাল রোববার পালিত হয়েছে নারী দিবস।

প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

কর্মসূচী পালনে স্থানীয় সরকারী বেসরকারি সংগঠনের উদ্যেগে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উন্নয়নয় সংস্থা স্বদেশ’র নির্বাহী পরচালক মাধব দত্তর সঞ্চালনায় মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নারীনেত্রী তহমিনা ইসলাম, আঞ্জুয়ারা বেগম, রাশিদা মির্জা, হাসনা হেনা, জ্যোৎস্না দত্ত, সাবেক কাউন্সিলর ফরিদা আকতার বিউটি ,প্রতিবন্ধী আবুল কালাম, নাজমুল আলম মুন্না, সনাক সভাপতি ড. দিলারা বেগম প্রমুখ। এসময় বিভিন্ন সংগঠন এসে একাত্মতা প্রকাশ করে।

প্রধান অতিথি তারাময়ী মুখার্জী তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন হলে মানবতার উন্নয়ন ঘটবে। নারীর অগ্রযাত্রায় নারী পুরুষের সমতা ও নায্যতা প্রতিষ্ঠা জরুরী। সরকার অনেক কর্মসুচি হাতে নিয়েছে, আমাদের প্রয়োজন সরকারের হাতকে শক্তিশালী করে ২০৩০ সালের মধ্য নারীর সকল ক্ষেত্রে অবদান রাখার সুযোগ করে দেওয়া। নারীকে আর ঘরে আবদ্ধ করে রাখা যাবে না। বিশ্বের সকল অগ্রগতির সাথে বাংলাদেশের নারীরা আর পিছিয়ে নেই। দেশের অর্ধেক নারীকে কর্মের হাত তৈরি করতে হবে, তাহলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হবে, নারী এগিয়ে যাবে। মানব বন্ধন থেকে সকলপ্রকার সহিংসতা বন্ধ ও নারীর রাজ নৈতিক ক্ষমতায়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়ে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কর্মসুচিতে সকলকে অংশগ্রহনের আহবান রেখে মানবতার উন্নয়ন কামনা করে, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের মাধ্যমে সমতা অর্জনের আহবান জানানো হয়।



(এমআর/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test