E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে জামাতের ডাকা হরতালে মাঠে নেই নেতা কর্মীরা

২০১৬ মার্চ ০৯ ১৬:৩৭:৪৬
মৌলভীবাজারে জামাতের ডাকা হরতালে মাঠে নেই নেতা কর্মীরা

মৌলভীবাজার প্রতিনিধি :যুদ্ধাপরাধের মামলায় মৃত্যু দন্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে আপিল বিভাগের রায় বহালের প্রতিবাদে জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে উত্তাপ নেই জেলা শহর মৌলভীবাজারে। হরতালকে কেন্দ্র করে পিকেটিং কিংবা বিক্ষোভ মিছিল করতে কোথাও দেখা যায়নি জামাত-শিবিরের কোন পর্যায়ের নেতা কর্মীকে।

অন্য সময়ে জামাতের ডাকা হরতালকে কেন্দ্র করে ভোর থেকেই শহরের বিভিন্ন স্পটে জামাত শিবিরের নেতা কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ কিংবা মিছিল করতেন এবং হরতালের আগের দিন সন্ধ্যায় হরতালকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করে নিজেদের উপস্থিতি জানান দিতেন । কিন্তু এবারে তার উল্টো চিত্র দেখা গেছে রাজ পথের দৃশ্যে ।

হরতালকে কেন্দ্র করে যে ভাবে শহরে থমথমে অবস্থা বিরাজ করতো,তার ছিটে ফোটাও নেই আজকের ডাকা হরতালে। মানুষ নির্ভয়ে চলাচল করছে,। তবে ক্ষয়ক্ষতির ভয়ে চালকদের মৌলভীবাজার থেকে দুর পাল্লার কোন বাস ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যেতে দেখা যায়নি। শহরে যান চলাচল অন্যান্য সময়ের মতই । রিক্সা, টমটম,সিএনজি অটো রিক্সা চলছে আগের মতো। নাশকতার আসংখ্যায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোন অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।

(একে/এস/মার্চ০৯,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test