E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এপ্রিলেই সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ হচ্ছে

২০১৬ মার্চ ০৯ ২০:৩৫:৩৩
এপ্রিলেই সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ হচ্ছে

শেখ আহসানুল করিম, বাগেরহাট :আগামী এপ্রিলের মধ্যেই সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সকল ধরণের লাইটারেজ জাহাজসহ নৌযান চলাচল বন্ধ করে দেয়া হবে। ফলে পরিবেশ দুষণের হাত থেকে রক্ষা পাবে ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন।

বুধবার দুপুরে মংলা-ঘষিয়াখালী নৌ রুটের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে মংলায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন নৌ পরিবহণ মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়।

তিনি আরো বলেন, বন্ধ হয়ে যাওয়া মংলাঘষিয়াখালী আর্ন্তজাতিক নৌ চ্যানেলটি নৌ পরিবহণ মন্ত্রনালয়ের উদ্যোগে বিগত ২০১৪ সালের জুন মাস থেকেই ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন করা হচ্ছে। ইতমধ্যে ২৮০ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ২৫ লাখ কিউবিক মিটার মাটি খনন করা হয়েছে। খনন কাজ শেষ হলে এই রুট দিয়ে ১২ ফুট ড্রাপ্টের বড় বড় নৌযান চলাচল করতে পারবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপের হাই কমিমনার ড. মোহম্মদ অসীম, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, এলজিইডির প্রদান প্রকৌশলী শ্রামা প্রসাদ অদিকারী, বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( ড্রেজিং) রফিকুর ইসরাম তালুকদারসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।



(এসএকে/এস/মার্চ০৯,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test