E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে অভিভূত মার্কিন রাষ্ট্রদূত       

২০১৬ মার্চ ১০ ১৯:৩৯:০৯

শেখ আহসানুল করিম, সুন্দরবন থেকে : সুন্দরবনের নয়ণাভিরাম প্রাকৃতিক সৌন্দার্য্য মায়াবী চিত্রল হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী, নদীতে বিলুপ্তপ্রায় ইরাবতি ডলফিন ও   কয়েকশ’ প্রজাতির পাখির আনাগোনা স্বচোখে দেখে অবিভূত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ষ্টিফেন ব্লুম বার্ণিকাট।

মঙ্গলবার থেকে ৩ দিন ধরে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে অবস্থান করে জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের নয়ণাভিরাম ইকো ট্যুরিজম এলাকাগুলো ঘুরে দেখেছেন মার্কিন রাষ্ট্রদূত। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় তাঁর দেশ বাংলাদেশের সাথে একযোগে কাজ করছে জানিয়ে আবারও এই ম্যানগ্রোভ বনে আসার প্রত্যয়ে সুকস্মৃতি নিয়ে বৃহস্পতিবার বিকালে ফিরে গেছেন ঢাকায়।

ইউএসএআইডি’র বাঘ প্রকল্পের দু’দিনব্যাপী সুন্দরবনের বাঘ রক্ষার জন্য জাতীয় সংলাপে অংশ নিতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট মঙ্গলবার সকালে সুন্দরবনে আসেন। সুন্দরবনে আধুনিক পর্যটন জাহাজ ‘টাঙ্গুয়ার হাওর’এ ওই বাঘ রক্ষার জন্য জাতীয় সংলাপে অংশ নেয়ার পাশাপশি ঘুরে দেখেন প্রাকৃতিক ভাবে রাত-দিন ২৪ ঘন্টায় ৬ বার তার রূপ বদলানো জীববৈচিত্র্যের বৃহত্তম ভান্ডার এই ম্যানগ্রোভ বন। মঙ্গরবার রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট সুন্দরবনের ঢাংমারী থেকে শুরু করে মায়া ও চিত্রল হরিণের প্রাচুর্য্য এলাকা চাঁদপাই, হারবাড়িয়া, জেংড়া এলাকা সফর করেন। পর্যটন জাহাজ ‘টাঙ্গুয়ার হাওর’এ মৃগমারী এলাকায় রাত্রিযাপন শেষে বুধবার ভোরে তাম্বুলবুনিয়া এলাকার পাখি খালে গিয়ে কয়েকশ’ প্রজাতির পাখির কিচিরমিচির শব্দ তাদের আনাগোনা প্রত্যক্ষ করেন। এরপর ওই দিন সকালে তিঁনি বাঘ রক্ষায় শ্যালা নদী ও বনে স্মার্ট প্রট্রোলিং মহড়ার উদ্ভোধন করেন। বিকালে রাষ্ট্রদূত ডলফিনের অভয়ারণ্যসহ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগরের ইকো ট্যুরিজম এলাকাগুলো ঘুরে দেখন। রাতে তিনি হরিনটনা এলাকায় অবস্থান করে বৃহস্পতিবার সুন্দরবনের তাম্বুলবুনিয়া ঘুরে দেখবেন।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের কটকা অভয়ারণ্যের টইগার পয়েন্টের জামতলা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপূর্ব সুযোগসহ প্রাকৃতিক ভাবে রাত-দিন ৬ বার তার রূপ বদলানে এই ম্যানগ্রোভ বনের প্রধান উদ্ভিদ সুন্দরী, গেওয়া, পশুর, গরাণ, কেওয়া, ধুন্দল, বাইনসহ রয়েছে ৩৩৪ প্রজাতির গাছপালা। ১৬৫ প্রজতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড থাকা এই বনের চিত্রল ও মায়া হরিণ, বন্য শুকর, বানর, বন মোরগ, উদবিড়াল, বিলুপ্তপ্রায় ইরাবতিসহ ৬ প্রজাতির ডলফিন, লোনা পানির কুমির, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির সাপসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী। ৩০০ প্রজাতির পাখি, রূপালী ইলিশসহ ২১০ প্রজাতির সাদা মাছ, ২৬ প্রজাতির চিংড়ি, বিশ্বখ্যাত শিলা কাঁকড়াসহ ১৩ প্রজাতির কাঁকড়া, ১ প্রজাতির লবষ্টার ও ৪২ প্রজাতির মলাস্কা বা শামুক-ঝিনুকের দেখা মিললেও মার্কিন রাষ্ট্রদূত মার্শা ষ্টিফেন ব্লুম বার্ণিকাট সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাননি।
মার্কিন রাষ্ট্রদূতের সাথে ৩দিন ধরে সুন্দরবনে থাকা খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ জানিয়েছেন, মার্শা বার্ণিকাট এই বনের প্রাকৃতিক পরিবেশে থাকা রয়েল বেঙ্গল টাইগার দেখতে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নদী ও খালের চরে দল বেধেঁ থাকা অসংখ মায়াও চিত্রল হরিণ, বিলুপ্ত প্রায় ইরাবতিসহ বিভিন্ন প্রজাতির ডলফিন, বারন,বন্য শুকর, লোনা পানির কুমির, কচ্ছপ,গুইসাপ,উদবিড়াল,বন মোরগসহ বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পেয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত সুন্দরবনের বন্যপ্রানীসহ নয়ণাভিরাম প্রাকৃতিক সৌন্দার্য্য দেখে অবিভূত হয়েছেন। সময় করে নয়ণাভিরাম প্রাকৃতিক সৌন্দার্য্য ও জীববৈচিত্র্যের ভান্ডার দেখতে আবারও সুন্দরবনে আসবেন বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ষ্টিফেন ব্লুম বার্ণিকাট।

(এসএকে/এস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test