E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

২০১৬ মার্চ ১০ ১৯:৪৫:২৭
বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

বান্দরবান প্রতিনিধি :বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নানা আয়োজনে এই দিবসটি পালন করা হয়। “দুর্যোগে পাবো না ভয়-দুর্যোগকে আমরা করবো জয়” এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এসে সমাপ্ত হয়। পরে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা প্রকৃতিগত ভুমিকম্প এবং মানুষের অসাবধান বশত অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ সম্পর্কে ডিসপ্লে প্রদর্শন করেন।

ডিসপ্লে শেষে জেলা প্রশাসন কার্যালয় সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ হারুনুর রশিদ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আমীর হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা, সহকারী পুলিশ সুপার শামিমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্পণা বৈদ্য, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিত মজুমদারসহ বিভিন্ন সাজাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক বলেন, অসচেতনতার কারণে যে কোন ধরনের দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করতে পারে। মৃত্যুপুরীতে পরিনত হতে পারে মুহুর্তেই। দুর্যোগের সময় তাড়াহুড়া না করে প্রথমে ধর্য্য ধারণ করতে হবে। দিবসের সফলতা কামনা করে তিনি স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে মহড়া প্রদর্শনের আহবান জানান।



(এএফবি/এস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test