E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৩ পাহাড়ী নারী পাচারের অভিযোগে বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু আটক

২০১৬ মার্চ ১২ ১৫:২৭:৫৩
১৩ পাহাড়ী নারী পাচারের অভিযোগে বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু আটক

আল ফয়সাল বিকাশ, বান্দরবান: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা থেকে ১৩ পাহাড়ী নারীকে মায়ানমারে পাচারের অভিযোগে উসিরি (২৪) নামক এক ভিক্ষুকে আটক করেছে পুলিশ।

রোয়াংছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহার থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান হ্লা থোয়াই হ্রী মারমা জানান, রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে মারমা সম্প্রদায়ের ১৩ নারীকে আশ্রমে রাখার কথা বলে অভিযুক্ত ভিক্ষু উসিরি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারে নিয়ে আসে। পরে সেখান থেকে মিয়ানমারে পাচার করে দেয় বলে অভিযোগ পাওয়ার পর অভিবাভকরা রোয়াংছড়ি থানায় মানব পাচার আইনে মামলা করে।

আটকের পর পুলিশ অভিযান শুরু করলে শুক্রবার রাতে উসিরি ভিক্ষুর অবস্থান সনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক উসিরি ভিক্ষু জানান, রোয়াংছড়ি থেকে নিয়ে আসা ১৩ পাহাড়ী নারীকে মিয়ানমারের মংপ্রু শহরতলীর কাছে নেজাদো মন্দিরে পাঠিয়েছেন তিনি। এ ব্যাপারে পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা বৌদ্ধ ভিক্ষুকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।

(এএফবি/এস/মার্চ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test