E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় দুই বাংলার কবিতা উৎসব

২০১৬ মার্চ ১২ ১৬:২০:৩১
গাইবান্ধায় দুই বাংলার কবিতা উৎসব


গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গতকাল বৃহষ্পতিবার অনুষ্ঠিত হল দুই বাংলার কবিতা উৎসব।  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ওই উৎসব  অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।  এতে ওপার বাংলার কবিরা ছাড়াও গাইবান্ধা, রংপুর, ঢাকার আমন্ত্রিত কবি ও সাংস্কৃতিক কর্মীরা আংশ নেন।


সংগঠনের জেলা সভাপতি পিটু রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওপার বাংলার কলকাতা থেকে আগত কবি অরুপ পান্তি, ড.ভারতী বন্দ্যোপাধ্যায়, সেলিনা রশিদ, স্থানীয় লেখক কবি মশিয়ার রহমান খান, অধ্যাপক মাজহারুউল মান্নান, গাঙ্গচিলের সংগঠক খান আকতার হোসেন, মহিলা পরিষদ নেতা রিক্তু প্রসাদ, শাহনাজ আমিন মুন্নী প্রমুখ।

পরে জমজমাট কবিতা পাঠে অংশ নেন, অঞ্জলী রানী দেবী, রজত কান্তি বর্মন, দেবাশীষ দাশ দেবু, শাহ আলম বাবলু, অমিতাভ দাশ হিমুন, মোহাম্মদ আমিন, মাহমুদা বিথী, আ. করিম, সাধন চন্দ্র বর্মণ, আ.মমিন আকন্দ প্রমুখ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কবি অরুপ পান্তি বলেন, ভাষা ও সংস্কৃতির বন্ধনে দুই বাংলার কবি, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা নিবিড়ভাবে বাধা পড়েছেন। এই সম্পর্ক চিরকালের। তাই এপার বাংলার কবিদের আমন্ত্রণে ওপার বাংলার কবিরা ছুটে এসেছেন।

উল্লেখ্য, গাইবান্ধা ছাড়াও ওপার বাংলার কবিদের অংশ গ্রহণে রাজশাহী, নাটোর, বগুড়া, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, দর্শনা, চুয়াডাঙায় গাঙ্গচিল ছয়দিনব্যাপি কবিতা উৎসবের আয়োজন করেছে।



(জিকেবি/এস/মার্চ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test