E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের বাংলাদেশ ভারত অংশে বিজিবি-বিএসএফ যৌথ মহড়া শুরু

২০১৬ মার্চ ১২ ১৬:৩৬:৫১
সুন্দরবনের বাংলাদেশ ভারত অংশে বিজিবি-বিএসএফ যৌথ মহড়া শুরু

বাগেরহাট প্রতিনিধি :সুন্দরবনের বাংলাদেশ-ভারত অংশে বিজিবি ও বিএসএফ এর তিন দিনব্যাপী আঞ্চলিক যৌথ মহড়া গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। ‘সুন্দরবন মৈত্রী’ নামের তিন দিনের এই যৌথ মহড়ায় দূরপাল্লার সীমান্ত পাহাড়া, পরিবহন যান তল্লাশী ও সীমান্তবর্তী উভয় দেশের ফরেস্ট ক্যাম্প পরিদর্শন করাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

শনিবার সকালে পশ্চিম সুন্দরবন বিভাগের কৈখালী ফরেস্ট স্টেশনে এ মহড়ার উদ্বোধন করেন বিজিবি’র ৩৪ বর্ডার গার্ডের কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মাকসুদ ও বিএসএফ এর ০৩ ব্যাটেলিয়ন কমান্ডার অনিল হতকার। সকালে বাংলাদেশের সীমান্তে কৈখালী বিজিবি ক্যাম্প ও ভারতের পশ্চিম বাংলা সীমান্তে বিএসএফ এর গুড়ি ডাবড়ি ক্যাম্পের মাঝামাঝি নদীতে বিজিবি-বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তিন দিনের এই ‘সুন্দরবন মৈত্রী’ যৌথ মহড়া শুরু হয়। আজ রবিবার দুই দেশের সীমান্তে যৌথ মহড়ার প্রধান কর্মসূচিসমূহ প্রদর্শন করা হবে।

বিজিবি ও বিএসএফ এর মধ্যে এধরনের আঞ্চলিক যৌথ মহড়া এই প্রধম। এইযৌথ মহড়ায় বিজিবি’র রিজন কমান্ডার ও সেক্টর কমান্ডারগন এবং বিএসএফ’র মহাপরিচালক ও উপ-মহাপরিচালকগণ উপস্থিত থাকবেন বলে বিজিবি’র রিভারেন বর্ডার গার্ডের নীলডুমুর ব্যাটেলিয়ন সদর দপ্তরের অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার তানভীর জানিয়েছেন। সুন্দরবন বিভাগের কৈখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সুন্দরবনে এই যৌথ মহড়ায় বন অধিদপ্তর সহযোগিতা করছে। ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত তিনদিন ধরে সুন্দরবনে দুই দেশের সীমান্ত রক্ষীদের এই মহড়া চলবে।




(একে/এস/মার্চ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test