E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোড়েলগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর হাত-পা’র রগ কাটতে এসে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

২০১৬ মার্চ ১২ ১৯:২২:০৮
মোড়েলগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর হাত-পা’র রগ কাটতে এসে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

বাগেরহাট প্রতনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর হাত-পা’র রগ কেটে দেয়ার জন্য ওঁৎ পেতে থাকা অবস্থায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সরালিয়া গ্রাম থেকে উজ্বল হাওলাদার (৩০) ও তার ছোট ভাই জুয়েল হাওলাদারকে (২২)আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। আটক এই দুই সন্ত্রাসী উপজেলার গুয়াতলা গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তারক বিশ্বাস জানান, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম বাচ্চু’র হাত-পা’র রগ কেটে দেয়ার জন্য আটক এই দুজনজনসহ বহিরাগত ৭/৮ সন্ত্রাসীকে ভাড়া করে আনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুনু হাওলাদার। শুক্রবার সন্ধায় রুনু হাওলাদারের বাড়ীতে বৈঠক শেষে রাতে এই পরিকল্পনার অংশ হিসেবে সরালিয়া এলাকায় ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে ওঁৎ পেতে থাকে একদল সন্ত্রাসী। স্থানীয় জনতা বহিরাগত সন্ত্রাসীদের এলাকায় দেখতে পেয়ে তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও উজ্বল হাওলাদার ও তার ছোটভাই জুয়েল হাওলাদারকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও হাতুড়ি উদ্ধার করে। উত্তেজিত জনতা আটদের গণধোলাই দিয়ে রাতেই পুলিশে সোপর্দ করে।

আটক উজ্বল ও জুয়েল পুলিশের কাছে স্বীকার করেছে তারা আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুনু হাওলাদারের নির্দেশ মতো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর হাত-পা’র রগ কেটে দিতে বহিরাগত অন্য সন্ত্রাসীদের সাথে সরালিয়া এলাকায় এসেছিল।

এঘটনায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুনু হাওলাদারসহ ১০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।




(এসএকে/এস/মার্চ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test