E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালায় চেয়ারম্যান প্রার্থীকে জীবননাশের হুমকি,যুবকের এক মাসের কারাদণ্ড

২০১৬ মার্চ ১২ ১৯:৩০:১৮
তালায় চেয়ারম্যান প্রার্থীকে জীবননাশের হুমকি,যুবকের এক মাসের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি : মনোনয়ন তুলে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ না করলে  ইউপি চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে এক মাসরে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামে এ হুমকির ঘটনা ঘটে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত তালা উপজেলার মাগুরা ইউপি চেয়ারম্যান প্রার্থী হিরন্ময় মণ্ডল জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গণেশ দেবনাথের কর্মী সমর্থকরা তাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দিয়ে আসছিল। এদের মধ্যে অন্যতম হুমকিদাতা হলেন আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভদ্রকান্ত সরকার। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসার বরাবর অভিযোগও করেছেন। এরপর ও হুমকি ধামকি ও পোষ্টার ছিঁড়ে ফেলার ঘটনা ছিল নিত্য নৈমত্তিক ব্যাপার।

হিরন্ময় মণ্ডল অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে প্রচার প্রাচারণার সময় ভদ্রকান্ত সরকার ও তার লোকজন আওয়ামী লীগ প্রার্থী গণেশ দেবনাথের পক্ষে কাজ করার জন্য বলেন। এর ব্যাত্যয় হলে ফল ভাল হবে না বলে জানিয়ে দেন তারা। এরই সূত্র ধরে শনিবার সকাল আটটার দিকে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের নন্দ লাল রায়ের ছেলে স্বপন কুমার রায় (২৮) তার নাম্বারবিহীন ডায়াং-৮০ মোটর সাইকেলে চলে ভদ্রকান্ত সরকারের বাড়ি হয়ে তার বাড়িতে আসে। এ সময় সে মনোনয়ন প্রত্যাহার করে গণেশ দেবনাথের পক্ষে ভোট করতে বলে। রাজী না হওয়ায় তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। এমনকি তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার তার পক্ষে রয়েছে। পুলিশ বা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে কিছুই করতে পারবে না বলে জানিয়ে দেয় সে।

একপর্যায়ে কথা কাটাকাটি চলাকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে স্বপনকে আটক করে পার্শ্ববর্তী একটি স্কুল ঘরে বেঁধে রাখে। মুক্ত করতে এলে স্থানীয়দের তোপের মুখে পড়েন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জন কুমার রায় ও তার সঙ্গে থাকা স্বপন রায়ের স্বজনরা। সকাল ১১টার দিকে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ঘটনার বিস্তারিত জেনে স্বপনকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যান। দুপুর একটার দিকে তিনি (হীরন্ময়) থানায় লিখিত অভিযোগ দেন।

তবে ভদ্রকান্ত সরকার চেয়ারম্যান প্রার্থী হিরন্ময় মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এ নিয়ে অহেতুক ভোটের বাজার গরম করা হচ্ছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবর রহমানকে জানান, হুমকির অভিযোগ স্বীকার করায় স্বপন রায়কে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।#


(আরএনকে/এস/মার্চ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test