E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীর্ঘ ১১ বছর পর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

২০১৬ মার্চ ১২ ১৯:৪৫:৪৯
দীর্ঘ ১১ বছর পর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : দীর্ঘ ১১ বছর পর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আজ সকালে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ,বি তাজুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, স্থানীয় সাংসদ ডা. ইউনুস আলী সরকার, মঞ্জুরুল ইসলাম লিটন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জাতীয় সংসদেও ডেপুটি স্পীকান ফজলে রাব্বী মিয়া এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন, ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমূখ। এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উদ্ধোধক তার সমাপনি বক্তবে আগামী ৩ বৎসরের জন্য জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু কে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষণা দেন।এবং পরে কেন্দ্রিয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি সম্পাদকের উপস্থিতিতে গাইবান্ধা শহর ও সদর থানা কমিটিও ঘোষণা করেন। শহর আওয়ামীলিগের সভাপতি হিসেবে গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিন এবং সদর থানা আওয়ামীলিগের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকুর নাম ঘোষনা করেন


(আরএ/এস/মার্চ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test