E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আওয়ামী লীগের ৫৮জন  নেতা কর্মী বহিষ্কার

২০১৬ মার্চ ১৩ ২২:০৮:১৭
সাতক্ষীরায় আওয়ামী লীগের ৫৮জন  নেতা কর্মী বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি : আগামী ২২ মার্চ সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে যেসমস্ত বিদ্রোহী প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থীতা পদ বজায় রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এমন ৭৮জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের এক যৌথ বিবৃতিতে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের তালিকায় যারা রয়েছেন তারা হলেন. সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, মোঃ আব্দুল খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালী।

তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ হামিজুদ্দীন, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহবাজ আলী, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ ইসলামকাটি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হামিদ, জাতীয় শ্রমিকলীগ ইসলামকাটি ইউনিয়নের সভাপতি মিনহাজ গাজী, তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য অশোক লাহিড়ী, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এম.এম ফজলুল হক, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুর্শিদা পারভীন পাপড়ী, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক কামরুল ইসলাম লাল্টু, তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান গাজী।

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন ওলামালীগের সভপতি মোঃ শফিকুর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর গাজী, সখিপুর কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাদুল ইসলাম।

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইরুনিয়ন আওয়ামী লীগের সদস্য জি এম আজিজুল হক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠণিক সম্পাদক এসএম গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক বিশ্বনাথ নন্দি সাগর, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সদস্য জি এম শাহজাহান সিরাজ, রমজারনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আল মামুন, আটুলিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লেিগর সদস্য স্বপন কুমার বৈদ্য, আটুৃলিযা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সালেহ বাবু, শ্যামনগর উপজেলা কৃষকলীগের সভাপতি এ বিএম মঞ্জুর এলাহী খোকন।

আশাশুনি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোওয়ার হোসেন, দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জমির উদ্দীন, একই ইউনিয়নের সদস্য বিশ্বজিত ম্যান্ডেজ, দরগাহপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল হান্নান মণ্টু, বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কালাম সানা, আশাশুনি উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা মিলন,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ঢালী শামসুল হক, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুৃক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরদার, এড. জহরুল হক, আশাশুনি উপজেলা আওয়ামীল,গের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহুরুর হক, শ্রীউলা ইউনয়ন আওয়ামী লীগের সদস্য দিপংকর কুমার বাছাড়, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস মোল্যা, আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুকুজ্জামান, আশাশুনি উপজেলা যুবলীগের সদস্য খালেদুর রহমান, কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মফিজুল মোড়ল, একই ইউনিয়নের সদস্য মিজানুর রহমান মন্টু।

কলারোয়া:উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ শফিকুর রহমান মালী, জয়নগর ইউনিয়ন মহিলা যুবলীগের সভানেত্রী মনিরা বেগম, জয়নগর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শ্রীমতী বিশাখা সাহা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল খালেক, কলারোয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখ ইমরান হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন (হাবিল), কেড়াগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, চন্দনপুর ইউ“নিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ হারুন অর রশিদ, রুস্তম আলী ও মোঃ বদরুজ্জামান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠণিক সম্পাদক আব্দুল হামিদ সরদার, সাবেক কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সদস্য ফারুক হোসেন, হেলাতলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ আবির হোসেন বিল¬াল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মেহেদী মাসুদ ও যুগিখালি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ ওজিহার রহমান।





(আরএনকে/এস/মার্চ১৩,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test