E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোরেলগঞ্জ আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীর আভিযোগ

২০১৬ মার্চ ১৪ ২০:৫৯:৩৬
মোরেলগঞ্জ আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীর আভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে লড়ছে বিদ্রোহী প্রার্থীরা। এই ৪টি ইউনিয়নে একেরপর এক সন্ত্রাস সৃষ্টি করে গণসংযোগ করতে না দেয়ার অভিযোগ একই দলের বিদ্রোহী প্রার্থীদের।

হোগলাপাশা, জিউধরা, বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ তৃণমুল থেকে উপজেলা কমিটি থেকে তারা একক সমর্থন পেলেও নমিনেশন বাণিজ্যের কারনে তারা দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এখন তারা প্রার্থী হবার কারনে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের কর্মীরা এসব ইউনিয়নে বিদ্রোহীসহ প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী-সমর্থকদের একেরপর এক মারপিট, পোষ্টার সাটাতে না দেয়া, প্রচার মাইক ভেঙ্গে ফেলাসহ গণসংযোগও করতে দিচ্ছে না।

জেলা- উপজেলা নির্বাচন অফিস ও প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না। এমন অভিযোগ করে জিউধরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি অভিযোগ করেন, নমিনেশন বাণিজ্যের কারনে মোড়েলগঞ্জের অধিকাংশ ইউনিয়নে হাইব্রীড আওয়ামী লীগরাই দলীয় মনোনয়ন পেয়েছে। এটা মেনে নিতে না পেরেই তৃণমূলের নেতাকর্মীদের চাপে মোড়েলগঞ্জে তার মতো অনেকেই প্রার্থী হতে বাধ্য হয়েছেন। এসব ইউনিয়নগুলোর মধ্যে, হোগলাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইলিয়াস শেখ। আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম নান্না। জিউধরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে জাহাঙ্গীর আলম বাদশা মেম্বারকে। আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। বহরবুনিয়ায় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. টিএম রিপন। এই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। হোগলাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. ছরোয়ার হোসেন হাওলাদার। বিদ্রোহী প্রার্থী হয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ আকরামুজ্জামান।





(এসএকে/এস/মার্চ১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test