E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিং না হাইজ্যাকিং তা দেখা দরকার'

২০১৬ মার্চ ১৫ ১১:৪১:১১
'বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিং না হাইজ্যাকিং তা দেখা দরকার'

গোপালগঞ্জ প্রতিনিধি :দু’দকের নব-নিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমাদের দেশে জিডিপি’র শতকরা ২ ভাগ দুর্নীতি হয়। এই দুর্নীতি কমিয়ে আনতে পারলে জিডিপি সাড়ে ৬ থেকে বেড়ে ৯ হবে।এখানে আমরা কেউ চাকরী করতে আসিনি, দুর্নীতির মূল উৎপাটন করাই আমার প্রথম কাজ হবে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ খোয়া যাওয়ার বিষয়ে তিনি বলেন, এটা হ্যাকিং না হাইজ্যাকিং এটা গভীর উদ্বেগের বিষয়।ইতিমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও র‌্যাব তদন্ত শুরু করেছে।

চেয়ারম্যান আরো বলেন, আজই দায়িত্ব গ্রহন করে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গীপাড়া এসেছি। মঙ্গলবার থেকে আমরা কাজ শুরু করতে চাই।

এর আগে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় দুদকের নব-নিযুক্ত কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিযাকত আলী লেকু, টুঙ্গীপাড়া দুর্নীতি দমন প্রতিরোধ কমটির সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলমসহ টুঙ্গীপাড়া ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(পিএম/এস/মার্চ১৫,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test