E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেবহাটায় আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১২ 

২০১৬ মার্চ ১৫ ১৮:৩৯:১৪
দেবহাটায় আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১২ 

সাতক্ষীরা প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ জন জখম হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে পাঁচটি মোটর সাইকেল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কুলিয়া গ্রামের দিদার সরদারের ছেলে ইউপি সদস্য মোশাররফ হোসেন(৪৫), হবিবার রহমানের ছেলে ওমর ফারুক মুকুল (৪০), আমজাদ আলীর ছেলে জিয়া (৩৮), সোহেল গাজী, আব্দুল কাদের ছেলে মিঠু, আবু তালেবের ছেলে আরিফ বিল্লাহ, নূর আলীর ছেলে আবু লাফফা, ইসলামের ছেলে আব্দুর রশিদ ও পুষ্পকাটি গ্রামের রইচউদ্দিন সরদারের ছেলে আক্তার হোসেন (৪৫),আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হকের ছেলে শরীফ রেজা (৪০), তার ছেলে সাদমান সাকিফ(১৬), ড্রাইভার আজিম হোসেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিণিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা ইউপি নির্বাচনের প্রচারণা চালানোর জন্য মটর সাইকেলযোগে টিকেট যাচ্ছিলেন। পথিমধ্যে কুলিয়া বাজার সংলগ্ন আশু মার্কেট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ দলীয় প্রার্থী আসাদুল হকের ছেলে শরীফ হোসেনসহ কয়েকজনের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। ভাঙচুর রকরা হয় পাঁচটি মোটর সাইকেল ও ইউপি সদস্য আব্দুল হান্নানের ঘরবাড়ি।

আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হক জানান, ব্রিদ্রোহী প্রার্থী ইমাদুলের লোকজন মিছিল নিয়ে পুষ্পকাটির দিক থেকে আসছিল। এসময় তার ছেলে শরীফ সাতক্ষীরা থেকে আশু মার্কেট এলাকায় পৌছালে বিদ্রোহী প্রার্থীর লোকজন তার উপর হামলা চালায়। এ ঘটনা জানতে পেরে তার কর্মী ওর সমর্থকরা ছুটে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে । এতে তার ছেলেসহ ৩ জন কর্মী-সমর্থক আহত হন।

অপরদিকে,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলাম জানান, তিনিসহ তার কর্মী-সমর্থকরা ইউপি নির্বাচনের প্রচারণা চালানোর জন্য মোটরসাইকেলযোগে টিকেট যাওয়ার পথিমধ্যে কুলিয়া বাজার সংলগ্ন আশু মার্কেটের সামনে গেলে আওয়ামীলীগ দলীয় প্রার্থী আসাদুল হকের ছেলে শরীফ হোসেনের নেতৃত্বে তার কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তার ৯জন কর্মী-সমর্থক আহত হন। এছাড়া তার কর্মী-সমর্থকদের ৫টি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। এদিকে এ ঘটনায় কুলিয়া ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা বেগম ও কালীগঞ্জ সহকারি পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অপরদিকে, আশাশুনির আনুলিয়া ইউনিয়নের মনিপুর খেয়াঘাটে বিএনপি দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস সমর্থকদের ওপর আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলমগীর আলম লিটন সমর্থকরা হামলা চালালে সাতজন আহত হন। তাদেরকে খুলনার কয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(আরকে/এএস/মার্চ ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test