E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনী সহিংসতায় শরণখোলা ও মংলায় আহত ৩০

২০১৬ মার্চ ১৬ ১১:২৪:৪৬
নির্বাচনী সহিংসতায় শরণখোলা ও মংলায় আহত ৩০

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলা ও মংলায় পৃথক নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে রামপালের উজলকুড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী খাজা মঈন উদ্দিন আক্তারের ভরসাপুর এলাকার দলীয় ও নির্বাচনী অফিস একই দিন বিকালে  ক্ষমতাসীন দলের লোকজন ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে।

হাসপাতাল ও ও পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ডের মডেল বাজার এলাকায় মেম্বর প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার ও সফিকুল ইসলাম ডালিমের প্রচারনা চলাকালে দু’গ্রুপের ২৫ জন আহত হয়। এদের মধ্যে আঃ বারেক হালাদার (৫০), মজিবর মিয়া (৫২), রুহুল মল্লিক (৪০), রেজাউল হাওলাদার (৫০), ইউসুব জমাদ্দার (৫০), সেলিম খাঁন (৪০), আবুবকর সিদ্দিক (৪৫), জাহাঙ্গীর হোসেন হিরু (৪০), শামীম হোসেন ডালিম (৩৮), রাসেল হাওলাদার (২৫), জামাল গাজী (২৮), সবুজ মিয়া (৩০), নাসির হাওলাদারকে (৩২) শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন বিকালে মংলা উপজেলার চিলা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৫ জন সমর্থক গুরুতর আহত হয়। হামলায় আহত নাজমুল হাওলাদার, ইসমাইল, কুদ্দুস, শহিদ ও জাহাঙ্গীরকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার সময় কয়েকটি দোকানপাট-বাড়ী ঘরও ভাংচুর করা রয়েছে।

অন্যদিকে একই দিন বিকালে রামপালের উজলকুড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী খাজা মঈন উদ্দিন আক্তারের ভরসাপুর এলাকার দলীয় ও নির্বাচনী অফিস ক্ষমতাসীন দলের লোকজন ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।##


(একে/এস/মার্চ১৬,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test