E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ভোট ছাড়াই বিজয়ী প্রার্থীর চেয়াম্যান পদ বাতিল, নির্বাচন স্থগিত

২০১৬ মার্চ ১৭ ১৬:৫৪:১৬
বাগেরহাটে ভোট ছাড়াই বিজয়ী প্রার্থীর চেয়াম্যান পদ বাতিল, নির্বাচন স্থগিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে চেয়াম্যান পদে বিএনপির প্রার্থীর মনোনয়র পত্র ছিনতাই করে ভোট ছাড়াই নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীর বিজয়সহ তার প্রার্থীতা বাতিল ও ওই ইউনিয়নে ২২ মার্চের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিএনপি’র প্রার্থী মো. আক্তারুজ্জামান মন্টুর লিখিত অভিযোগ মাঠ পর্যায়ে তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় বুধবার রাতে নির্বাচন কমিশন এই নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মুলঘর ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণাটি লিখিত ভাবে জানিয়ে দেয়। এদিকে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ন রাখতে ব্যর্থ হওয়াসহ শাসকদলের প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম, এসআই মাহবুব ও রামপাল থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে অন্যত্র বদলীর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহষ্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশে ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বাগেরহাটের ফকিরহাটের মূলঘর ইউনিয়নে চেয়াম্যান পদে বিএনপির প্রার্থীর মনোনয়র পত্র ছিনতাই করে ভোট ছাড়াই নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী এ্যাভাকেট হিটলার গোলদারের বিজয়সহ তার প্রার্থীতা বাতিল ও ওই ইউনিয়নে ২২ মার্চের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে নির্বাচন কমিশন বাগেরহাটের মোড়েলগঞ্জ ও রামপালে প্রতিদন্ধি প্রার্থীদের অভিযোগ মাঠ পর্যায়ে তদন্ত করে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষ নেয়াসহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের সার্বিক পরিস্থিত শান্ত রাখতে ব্যর্থ হয়েছেন এই দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এক এসআইকে। এই ব্যর্থতার দায়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম, এসআই মাহবুব ও রামপাল থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে অন্যত্র বদলী নির্দেশ দিয় নির্বচন কমিশন।

বাগেরহাট ফকিরহাটের মূলঘর ইউনিয়নে ভোট ছাড়াই নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী এ্যাভাকেট হিটলার গোলদারের বিজয়সহ তার প্রার্থীতা বাতিল ও ওই ইউনিয়নে ২২ মার্চের নির্বাচন স্থগিত ঘোষণা এবং মোরেলগঞ্জ ও রামপালের ৩ পুলিশ কর্মকর্তাদের জেলা নির্বাচন কর্মকর্তা মো রুহুল আমিন মল্লিক।

তিনি জানান. এসব পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষ নেয়াসহ নির্বাচনে অংশ নেয়া বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকি দেয়ার বিষয়ে ওই প্রার্থীরা স্ব স্ব থানার পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করে। কিন্তু তারা এসব অভিযোগের গুরুত্ব না দেয়ায় ওই দুই উপজেলার নির্বাচনী পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। বিষয়টি মাঠ পর্যায়ে তদন্তে প্রমাণিত হলে নির্বাচন কমিশন মোরেলগঞ্জ ও রামাপালের ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্রাহার করতে আইজিপিকে নির্দেশ দেয় নির্বচন কমিশন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নির্বাচন কমিশনের আদেশে ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

(একে/এএস/মার্চ ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test