E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

২০১৬ মার্চ ১৭ ১৭:১৭:৫১
বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল জেলা প্রশাসনের উদ্যেগে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল বাকী রাত ১২টা ১ মিনিটে বিশাল কেক কেটে বঙ্গবন্ধু জন্ম দিবস পালন করেছে। বিকালে তাঁতীলীগ শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করে।

সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমের সভাপতিত্বে শিশু সমাবেশে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিএ্যাডবোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবনের বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের কথা আলোকপাত করেন। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন দুদিনব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে।

(একে/এএস/মার্চ ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test