E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

২০১৬ মার্চ ১৭ ১৮:৫২:২০
নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে একরামুল করিম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী কোর্ট বিল্ডিং প্রাঙ্গন থেকে এক বিশাল বর্নাঢ়্য র‌্যালী বের হয়ে নোয়াখালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন একরামুল করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন জেহান, আব্দুল মমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন সেলিম, শহর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক সহিদুল্যা খান সোহেল, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জোনাল সেটেলমেন্ট অফিসার আতাউর রহমান, সিভিল সার্জন ডা. মজিবুল হক, জিপি মনছুরুল হক খসরু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলা আওয়ামীলীগ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।

(এসইউএস/এএস/মার্চ ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test