E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিএনপির দুই প্রার্থীর বাড়িতে হামলা- ভাংচুর লুট

২০১৬ মার্চ ১৭ ১৯:৫৪:১০
বাগেরহাটে বিএনপির দুই প্রার্থীর বাড়িতে হামলা- ভাংচুর লুট

বাগেরহাট প্রতিনিধি:  ইউনিয়ন পরিষদ নির্বাচনে অশান্ত বাগেরহাটে বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম কলি ও দুপুরে শরণখোলার খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী খান মতিয়ার রহমানের বাড়িতে ব্যাপক হামলা ভাংচুর ও মালামাল লুটপাট চালিয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর দূর্বৃত্ত সমর্থকরা। বিএনপির এদুই চেয়ারম্যান প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি ইউপি বিএনপির চেয়াম্যান প্রার্থী খান হায়দার আলী অভিযোগ করেন, জোর করে তার মনোনয়নের প্রত্যাহারপত্র আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ফকিরের সমর্থকরা লিখে দিতে বাধ্য করলেও তিনি এখন জানমালের নিরাপত্তা পাচ্ছেন না। অন্যদিকে বুধবার রাতে মোল্লাহাটে চুনখোলা ইউপির ৯ নং ওয়ার্ড এলাকা ছোট কাচনা বাজারে অর্ধশত কেরোসিন বোমাসহ উপজেলার -দারিয়ালা গ্রামের মৃত নওশের আলীর ছেলে মো. নজরুল ইসলাম দুখু মিয়া ও মৃত সহিদুল ইসলাম মোল্লার ছেলের মোল্লা জাহিদুল ইসলাম ওরফে ডিকন মোল্লাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।


মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির প্রার্থী খোরশেদ আলম কলি অভিযোগ করেন, সকাল ১১টা দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় এমপি ডা. মোজাম্মেল হোসেনের নাতি মিজানুর রহমান বাবুলের দূর্বৃত্ত সমর্থকরা তার বাড়িতে হামলা- ভাংচুর চালিয়ে মালামাল লুটে নেয়। একই দিন দুপুর ২টার দিকে মটরসাইকেরের বহর নিয়ে এসে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী খান মতিয়ার রহমানের বাড়িতে ব্যাপক হামলা ভাংচুর ও মালামাল লুটপাট চালিয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মহিউদ্দিন খানের দূর্বৃত্ত সমর্থকরা। এসব দূর্বৃত্তরা বিএনপির দুই প্রার্থীর পরিবারের সদস্যদের এই বলে হুমকি দেয় যে নির্বাচন থেকে সরে দাড়ালে বাড়ীতে তাদের লাম পেওচে দেয়া হবে। হামলা ভাংচুর ও মালামাল লুটপাটের সময় তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ইউএনও এবং ওসিদের জানিয়েও তারা কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছেন।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালাম বিএনপির এদুই নেতার বাড়ীতে হামলা ভাংচুর ও মালামাল লুটপাটের নিন্দা জানিয়ে অভিযোগ করেন, সরকার বাগেরহাটে নির্বাচনের শুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বাগেরহাটে বিএনপির প্রার্থীরা নির্বাচনে নেমে মৌলিক অধিকারটুকুও হারিয়েছে।

এজেলায় প্রতিদিনই বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকসহ নেতাদের পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠান হচ্ছে। জোর করে প্রার্থীতা প্রত্রাহারে বাধ্য করার পর বাড়ীতে বোমা হামলা কিছুটা কমার পর শুরু হয়েছে বাড়ী লুট। এই পরিস্থিতিতে এখন বাগেরহাটের সকল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে দিয়ে বিএনপিসহ অন্য সব প্রার্থীদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এই অশান্ত পরিস্থিতিতে বাগেরহাটের সকল ইউপির নির্বাচন স্থগিত করার দাবী জানান এই বিএনপি নেতা।

(এসএকে/এস/মার্চ১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test