E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংবাদ সম্মেলনে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে

২০১৬ মার্চ ১৮ ২০:১৩:১১
সংবাদ সম্মেলনে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে

শেখ আহসানুল করিম, বাগেরহাট :বাগেরহাটে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও তাদের সমর্থকদের হামলা ও নির্যাতনের শিকার হয়ে এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ও বারুইখালী ইউনিয়নে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীকে।

নির্বাচন কর্মকর্তা, পুলিশসহ প্রশাসনের কাছে একাধিক বার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেনা তারা। শুক্রবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনে অংশ নেয়া মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ সেলিম মিয়া ও বারইখালী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী এফএম শামীম আহসান এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বারইখালী ইউনিয়নের বিএনপির প্রার্থী এফ.এম শামীম আহসান বলেন, নির্বাচনে অংশ নেয়ার পর থেকে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. শফিকুর রহমান (লাল) তার কর্মী সমর্থকদের দিয়ে আমার লোকজন ও কর্মীদের হামলা ও নির্যাতন করে আসছে। এমনকি তার কালা বাহিনীর সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোষণা দেয় “ধানের শীষ” মার্কার কোন প্রচার-প্রচার করতে দেয়া হবে না আর বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে গেলে প্রকাশ্যে “নৌকা” প্রতীকের উপর সিল মারতে হবে। আমার সকল পোষ্টার থানা যুবলীগের সভাপতি নাহারের ওই কালা বাহিনীর সদস্য ছিঁড়ে ফেলে দেয় এবং পোস্টার টাঙাতে গেলে তাদেরকে মারার জন্য খুঁজতে থাকে। আমার প্রত্যেকটি নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকী দেয়া হচ্ছে। বলা হচ্ছে যারা নির্বাচনের দিন ধানের শীষের এজেন্ট হবে নির্বাচনের পর তাদের বাড়ী-ঘর জ্বালিয়ে দিয়ে তাদের এলাকা ছাড়া করা হবে হুমকি দেয়া হচ্ছে।

অপরদিকে খাউনিয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ সেলিম মিয়া মনোনয়পত্র জমা দেয়ার পর থেকে তাকে এলাকায় ঢুকতে না দেয়া, কর্মী-সমর্থদের উপর হমলা ও নির্যাতন চালিয়ে আহত করা, কর্মীদের নাশকতা মামলায় জড়নোর হুমকী এবং মুঠোফোনে তাকে জীবন নাশের হুমকির অভিযোগ করেন।

এসব ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ৭টি দপ্তরে অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।

এঅবস্থায় তারা সুষ্ঠ নির্বাচন, জীবনের নিরাপত্তাসহ ইউনিয়ন দুটিতে নির্বাচনের দিন সব ভোট কেন্দ্রে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যদের মোতায়েনের দাবী জানায় এদুই বিএনপির প্রার্থী।




(এসএকে/এস/মার্চ১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test