E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে শিক্ষক বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

২০১৬ মার্চ ১৯ ১৫:২৪:১১
বান্দরবানে শিক্ষক বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বান্দরবান সরকারি কলেজের শিক্ষাথীরা ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল এবং প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান সরকারী কলেজের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র নাজমুল হোসেন বাবলু, অর্নাস ২য় বর্ষের ছাত্র মনির হোসেন, মাঈন উদ্দিন রাজু প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বান্দরবান সরকারি কলেজে বাংলা বিভাগে ২টি, রসায়ন বিভাগে ১টি গনিত ও আইসিটি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে ১০টি শুণ্য পদ রয়েছে। এছাড়াও বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় ৫২টি পদের মধ্যে ১৭টি পদেই শুন্য রয়েছে এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৪৯টি পদের মধ্যে ৭টি পদই শুন্য রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুন্য পদ গুলো পুরণ না না করে তাৎক্ষণিকভাবে বান্দরবান সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড, আরশাদুল ইসলামকে বদলী করা হয়। বান্দরবানের সরকারি কলেজে শিক্ষক সংকট থাকার পরও কর্তৃপক্ষ শিক্ষক বদলী করে শিক্ষক সংকটকে আরো ঘনিভূত করেছে। বিক্ষোভকারিরা জানান, বদলীর আদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণা দেন।

(এএফবি/এএস/মার্চ ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test