E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে স্কুলসহ ৩০টি ঘর লন্ডভন্ড

২০১৬ মার্চ ১৯ ১৫:৩৮:৩৮
নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে স্কুলসহ ৩০টি ঘর লন্ডভন্ড

নোয়াখালী প্রতিনিধি : হঠাৎ কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩০টি ঘর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে, গাছপালা উপছে পড়ে বিদ্যুতের তার ছিড়ে ১২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো নোয়াখালী।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ করে বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝড় শুরু হয়। ঝড়ে বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের একটি ঘর ও ওই গ্রামের ৩০-৩৫ টি বসতঘর এবং রান্নাঘর ভেঙে পড়ে যায়। এছাড়াও ঝড়ে ওই গ্রামের গাছ পালা, ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম জানান, ঝড়ে তার বিদ্যালয়ের একটি ভবন ভেঙে পড়ে গেছে। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

(এসইউএস/এএস/মার্চ ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test