E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২১ দফা দাবিতে শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মানববন্ধন

২০১৬ মার্চ ১৯ ১৮:২২:২৮
২১ দফা দাবিতে শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে জুলাই’১৫ থেকে বেতন প্রদানসহ ২১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রণ্টের সাতক্ষীরা জেলা শাখা। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা- আশাশুনি- সড়কের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা  প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহবায়ক অধ্যক্ষ ইউনুস আলী, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমান, প্রধান শিক্ষক রেজাউল করিম, অধ্যক্ষ খান আশরাফ আলী, আব্দুল ওহাব আজাদ, প্রধান সমন্বয়কারী মোবাশ্বেরুল হক জ্যোতি, যুগ্ম সমন্বয়কারী বি এম শামসুল হক, অধ্যক্ষ আশেক-ই-এলাহী,অধ্যক্ষ জুলফিকার গাজী, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ আজিজুর রহমান, প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, জয়দেব বিশ্বাস, শিক্ষক নেতা মুকুন্দ ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, তপন কুমার শীল প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রণ্ট সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সরকার বিনা আন্দোলনেই একই সময়ে বেসরকারি-শিক্ষক কর্মচারীদের সরকারি শিক্ষকদের অনুরুপ নতুন অষ্টম জাতীয় বেতন স্কেলে অর্ন্তভূক্ত করেছে। কিন্তু সরকারি শিক্ষকরা ইতোমধ্যে নতুন জাতীয় বেতন স্কেলে বেতন পেয়েছেন। অষ্টম জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন প্রাপ্তির প্রত্যাশা নিয়ে কয়েক মাস অতিবাহিত করে এখন গভীর হতাশায় নিমজ্জিত। এমপিওভূক্তির সকল শর্ত পূরণ সত্বেও এখন পর্যন্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হয়নি। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করাসহ ২১ দফা দাবি জানানো হয়।

(আরকে/এএস/মার্চ ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test