E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যালা নদীতে এবার ডুবেছে কয়লা বেঝাই লাইটারেজ জাহাজ

২০১৬ মার্চ ১৯ ২৩:০২:৪৪
শ্যালা নদীতে এবার ডুবেছে কয়লা বেঝাই লাইটারেজ জাহাজ

শেখ আহসানুল করিম, বাগেরহাট :বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শ্যালা নদীতে ডলফিনের অভয়ারণ্যে তলাফেটে এবার ১২শ ৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে একটি লাইটারেজ জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে।

শনিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া ক্যম্পের কলামুলা এলাকার শ্যালা নদীতে এমভি ‘সী হর্স-১’ নামের এই কয়লাবাহী লাইটারেজ জাহাজ ডুবে যায়। কয়লা বোঝাই এই লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম থেকে কলয়া বোঝাই করে পিরোজপুরের কাউখালী হয়ে যশোরের নোয়াপাড়া বন্দরে যাচ্ছিল। তবে এই লাইটারেজ জাহাজটিতে থাকা মাস্টারসহ ১২ জন ক্রুকে অয়েল ট্যাংঙ্কার নূর জাহানের ক্রুরা উদ্ধার করে রাতে শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট অফিসে নিয়ে এসেছে।

শ্যালা নদীতে এবার কয়লা বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ফলে আবারও সংকটে পড়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন। সুন্দরবন বিভাগ ও ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটির মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা এতথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম রাত ১০টায় বলেন, চট্টগ্রাম থেকে ১২শত ৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে সমতা ট্রান্সপোর্ট এজেন্সির লাইটারেজ জাহাজ এমভি ‘সী হর্স-১’ টর শনিবার সন্ধায় শরণখোলার বলেশ্বর নদী হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে যশোরের নোয়পাড়া বন্দরে উদ্দেশ্যে যাচ্ছিলো। শনিবার বিকাল ৬টার দিকে সুন্দরবনের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া ক্যাম্পের কলামূলা এলাকার শ্যালা নদীতে পৌছালে ডুবন্ত নৌযানের সাথে ধাক্ক খেয়ে কয়লা বোঝাই কার্গো জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। তবে ডুবে যাওয়া এই লাইটারেজ জাহাজে কি পরিমান জ্বালানী তেল রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি লাইটারেজ জাহাজটির মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা।

সুন্দরবনে আবারও কয়লাবাহী কার্গো ডুবির ঘটনায় পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত সুন্দরবনের মধ্য দিয়ে সকল প্রকার নেৌযান চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম বলেন, একের পর এক সুন্দরবনের জাহাজ ডুবির ঘটনার পরও সরকার সুন্দরবন দিয়ে যান চলাচল বন্ধ না করায় সুন্দরবন ক্ষতির মুখে পড়ছে। সুন্দরবনের মধ্য দিয়ে যাতে যান চলাচল বন্ধ করা হয় তার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

(এসএকে/এস/মার্চ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test