E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবিরহাটে ২ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

২০১৬ মার্চ ২০ ১৯:২৮:০৩
কবিরহাটে ২ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

নোয়াখালী প্রতিনিধি:ব্যালট পেপার ছিনতাই জাল ভোট ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে আজ রবিবার নোয়াখালীর কবিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

কেন্দ্র গুলো হচ্ছে ৬ নং ইন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৮ নং আলীপুর ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের প্রতিবাদে নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র ও কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান সংবাদ সম্মেলন করেছেন।

ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ সামছুল ইসলাম বলেন, একদল অজ্ঞাত যুবক তার কক্ষে প্রবেশ করে জোর পূর্বক তার কাছ থেকে ১শ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে একটি প্রতীকের উপর সিল মারার কারণে বেলা ১১ টার সময় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৪শত ৫ জন।

৮ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ এনামুল হক বলেন, ভোট গ্রহণ চলাকালীন সময় নেয়ামত উল্যা নামক এক ব্যক্তির নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেনের কাছ থেকে ১শত ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার কারণে বেলা ১ টা ৫৩ মিনিটের সময় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৪ শত ৯০।

এছাড়া জাল ভোট দেওয়ার প্রতিবাদ করায় কবিরহাট সরকারী কলেজ কেন্দ্রে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের পিটুনিতে ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ঈসমাইল হোসেন ও তার সমর্থক সাহাব উদ্দিন, আব্দুল গফুরসহ ৫ জন আহত হয়েছেন। পৌরসভার ঘোষবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তাছলিমা খাতুন, নয়ন, সেতারা বেগম, লাকী আক্তারসহ অনেক নারী ভোটার অভিযোগ করে বলেন, কেন্দ্রের ভেতর তাদের কাছ থেকে জোর পূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে একদল যুবক তাদের পছন্দের প্রতীকে সিল মেরেছে। তারা ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে বাকী ৭টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭টি কেন্দ্রের ভোট গণনা চলছে।

এদিকে দুই কেন্দ্রের ভোট বিনা কারণে স্থগিত করার তীব্র প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রুমি দুইটি কেন্দ্রের ভোট স্থগিত করার প্রতিবাদ জানিয়ে বলেন, ভোট গ্রহণ স্থগিত করা পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এর তীব্র নিন্দা জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও কবিরহাট পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মনির হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থগিত কেন্দ্র দুটির প্রিজাইডিং অফিসারদের অভিযোগের ভিত্তিতেই কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত হয়েছে। এখানে অন্য কোন উদ্দেশ্য নেই।



(এসএস/এস/মার্চ২০,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test