E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীর বিজয়

২০১৬ মার্চ ২০ ২০:৩৯:৩৭
কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীর বিজয়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্ট্রার মওদুদ আহাম্মেদ শোচনীয় পরাজয় বরণ করেছেন। রবিবার পৌর নির্বাচনে দ্বিতীয় বারের মত নির্বাচিত হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জহিরুল হক রায়হান।

নোয়াখালীর কবিরহাট উপজেলা হচ্ছে বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপি নেতা মওদুদ আহাম্মেদের নির্বাচনী এলাকা। কবিরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে মন্ত্রী ওবায়দুল কাদেরের আর্শিবাদপুষ্ট প্রার্থী ছিলেন জহিরুল হক রায়হান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু।

রবিবার অনুষ্ঠিত কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী জহিরুল হক রায়হান ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রে ভোট গণনার ফলাফলে ৫ হাজার ৩শত ৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু পেয়েছেন ২ হাজার ২শত ৪০ ভোট।

স্থগিত দুইটি কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ১৯ ভোট। আওয়ামীলীগ প্রার্থী ১শত ১৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বিজয়ী মেয়র জহিরুল হক রায়হান তার বিজয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


(এসএস/এস/মার্চ২০,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test