E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন বিভাগের ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

শ্যালা নদীতে জাহাজ চলাচল বন্ধ

২০১৬ মার্চ ২১ ১১:২৮:৩১
শ্যালা নদীতে জাহাজ চলাচল বন্ধ

শেখ আহসানুল করিম, সুন্দরবন থেকে : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ‘ডলফিনের অভয়াশ্রমে’ শ্যালা নদীতে শনিবার সন্ধায় ১২শ ৩৫ মেট্রিক টন কয়লা বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় বন বিভাগেড়র পক্ষ থেকে জাহাজটির মালিকসহ ৬ জনকে আসামী করে ৫ কোটি টাকার  ক্ষতিপূরণ মামলা করেছে।

রবিবার মধ্য রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা বাদী হয়ে তলাফেঠে ডুবে যাওয়া এমভি সী হর্স-ওয়ান এর মালিক মনিরা কবির, সমতা শিপিং এজেন্ট মালিক আজিজুর রহমান, ম্যানেজার জামাল হোসেন, জাহাজের মাস্টার মো. সিরাজুর ইসলাম মোল্লা, পাইলট মো. ইসমাইল হোসেন ও শুকানী শহিদুল ইসলামকে আসামী করা হয়েছে।

মামলায় কয়লা বেঝাই জাহাজ ডুবির কারনে সুন্দরবনের ডলফিনের অভয়াশ্রমের জলজ প্রাণি ও বনজ সম্পদসহ জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির উল্লেখ করা হয়েছে। এদিকে সোমবার সকাল থেকে বিআইডব্লিউটিএ সুন্দরবনের শ্যালা নদীর এই রুট দিয়ে সব ধরনের জাহাজ- লাইটারেজ জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বিআইডব্লিউটিএ’র খুলনা অঞ্চলের ইপ-পরিচালক মো. আশরাফ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

মংলা বন্দর কর্তৃপক্ষের চীফ হাইড্রোগ্রাফার ফারুকুল ইসলাম জানিয়েছেন, কার্গো জাহাজটি বর্তমানে ৩০ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। তবে ডুবন্ত জাহাজটির অবস্থান নির্ণয় করে সেখানে মার্কিংয়ের ব্যবস্থা করেছে। তবে, সোমবার সকাল পর্যন্ত শুরু হয়নি ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটির উদ্ধার অভিযান।

জাহাজ ডুবির ঘটনায় পূর্ব সুন্দরবন বিভাগের চার সদস্যের তদন্ত কমিটি ও বাগেরহাট জেলা প্রশাসনের ৩ সদস্যের আলাদা তদন্ত সরেজমিনে তদন্ত কাজ শুরু করেছে। সুন্দরবন বিভাগের তদন্ত রির্পোট আজ সোমবার সন্ধ্যার মধ্যে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাছে দাখিল কররে। আর জেলা প্রশাসনের গঠিত আলাদা তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যে তাদের তদন্ত রির্পোট দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার থেকে সরেজমিনে সুন্দরবনের শ্যালা নদীর জাহাজ ডুবির কলামুলা দূর্ঘটনাস্থলসহ এই নৌরুটের চাঁদপাই, জয়মনিরঘোল,মৃগ্নমারী, আন্ধারমানিক, নন্দবালা, হরিণটান, তাম্বুলবুনিয়ার বিশাল এলাকায় নৌযানে ঘুরে দেখা মেলেনি কোন ডলফিনের। সুন্দরবন বিভাগের কর্মকর্তা, বনরক্ষীরা জানিয়েছেন, এই কয়লা বোঝাই লাইটারেজ জাহাজ ডুবিতে পানি দূষণের ফলে অভয়াশ্রমে ডলফিনগুলো বঙ্গোপসাগর উপকূলে সরে যেয়ে থাকতে পারে। এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যায় ফার্নেস ওয়েল বোঝাই ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ ডুবির পর ডলফিনগুলো সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলে আশ্রয় নিয়েছিলো।

পূর্ব সুন্দনবনের বন্যপ্রাণী সংরক্ষন কর্মকর্তা মেহেদী হাসান জানান, শ্যালা নদীসহ এই বনের অভয়াশ্রমে সুন্দরবনে বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির সাড়ে ৬ শতাধিক ডলফিন রয়েছে। শ্যালা নদীতে এবার কয়লা বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ফলে আবারও সংকটে পড়েছে ডলফিনসহ ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানান, এই দূর্ঘটনায় শ্যালা নদীর পানি কি পরিমান দূষিত হয়েছে বা ডলফিনসহ জলজপ্রানীর জন্য কতোটা ক্ষতিকর তা জানতে কয়লা ও পানি পরিক্ষা করছে পরিবেশ অধিদপ্তর। জাহাজটিতে কি পরিমান জ্বালানী তেল রয়েছে তা এখনো নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। লাইটারেজ জাহাজ সী হর্স-ওয়ানের মালিক মনিরা কবির ও তাঁর স্বামী কবির হোসেনকে দ্রুত শ্যালা নদী থেকে কয়লা অপসারণসহ জাহাজটি উদ্ধার করতে সুন্দরবন বিভাগের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত ডুবে যাওয়া জাহাজটি উত্তোলন করা না হলে পলি জমে শ্যালা নদী ভরাট হয়ে যাবার আশংকার কথা জানিয়েছেন ডিএফও।

গত ২০১৫ সাগের ২৮ অক্টোবর সুন্দরবন সংলগ্ন মংলা বন্দরের পশুর চ্যানেলে তলা ফেটে ডুবে যায় কয়লা বোঝাই জাহাজ এম,ভি জিয়ারাজ। এটিকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যায় ফার্নেস ওয়েল বোঝাই ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭। এনিয়ে সেসময় সারাবিশ্বে তোলপাড় শুরু হলে সুন্দরবন বাচাঁতে ছুটে আসতে হয় খোদ জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞদের। এছাড়া গত ৩ বছরে সুন্দরবনের নদনদীতে কয়লা, সারসহ বিভিন্ন ধরণে পণ্য বোঝাই আরো ৩টি কার্গো জাহাজ, ভলগেটসহ নৌযান ডুবির ঘটনা ঘটে। যার ক্ষতির প্রভাব পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্যের উপরে।

(এএসকে/এস/মার্চ২১,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test