E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন

২০১৬ মার্চ ২১ ১৫:০২:৪০
মাগুরায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন

মাগুরা প্রতিনিধি : জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, বয়স, পেশা নির্বিশেষে সকল জনগণের মর্যাদাপূর্ণ অধিকার প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে মাগুরায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাগুরার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরার যৌথ উদ্যোগে এ মানবন্ধনে মাগুরার বিভিন্ন উপজেলা থেকে ক্ষুদ্র নৃতাত্তিক, প্রান্তিক দলিত, হরিজন ও আদিবাসি সম্প্রদায়ভূক্ত জনগণ অংশগ্রহণ করেন।

শতাধিত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা আইনকমিশন কর্তৃক সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন, দলিত শ্রেণীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় আনা, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধান, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুকির কথা মাথায় রেখে তাদের জন্য সুরক্ষা উপকরণ সরবরাহ, দলিত জনগোষ্ঠীর জন্য কারিগরি শিক্ষা প্রদান, দলিত সম্প্রদায়ের শিশুদের জন্য বিশেষ উপবৃত্তি প্রদান, দলিত ছাত্রছাত্রীদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোঠা প্রবর্তন ও সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করার ৮দফা দাবী জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বলরাম বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় উপদেষ্টা মুকুল শিকদার। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আব্দুল আজিজ, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, বেসরকারি সংস্থা ইসাডোর ব্যবস্থাপনা পরিচালক আবু ইমাম বাকের, মাল্টি উইংস এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী তাসুকুজ্জামান, মাগুরা আদি বানিয়াজ সম্প্রদায়ের সভাপতি হীরালাল কর্মকার, সাধারণ সম্পাদক সুবোধ বাগদি, বাংলাদেশ দলিত পরিষদের জেলা সভাপতি স্বপন কুমার দাস ও অন্যরা।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সকল উপজেলার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

(ডিসি/এএস/মার্চ ২১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test