E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

২০১৬ মার্চ ২১ ১৬:৫২:৪৫
বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) গাইবান্ধা জেলার শাখার আয়োজনে আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করার দাবিতে সোমবার শহরের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বিডিইআরএম এর জেলা সভাপতি সন্তোষ বাসফোর, দলিত নেতা রাজেশ বাসফোর, দীলিপ বাসফোর, নারী নেত্রী শেফালী দেবনাথ, প্রদীপ ডোম, সুদীশ বাসফোর, সাধন রবিদাস, স্বপন বাসফোর প্রমুখ।

বক্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকুরী ক্ষেত্রে হরিজন কোটা বরাদ্দ, ভিজিএফ-ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচিতে হরিজনদের সম্পৃক্ত করা, সরকারি পরিপত্র অনুযায়ী পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের ৮০ ভাগ নিয়োগ, পৌরসভায় আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা, হোটেল রেস্তোরায় প্রবেশ করতে বাধা প্রদান না করা ও হরিজনসহ সব দলিত সম্প্রদায়ের মর্যাদা প্রতিষ্ঠায় বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

তাদের অধিকার রক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করা অপরিহার্য। তাদের অধিকার ভোগ করতে বাধা প্রদানকারী, সরকারি বা বেসরকারি কর্তৃপক্ষ, সংস্থা বা ব্যক্তি কর্তৃক যে কোন ধরণের বৈষম্যমূলক কাজ বা আচরণ প্রদর্শনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও অধিকার ভোগে সহায়তা করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

(আরআই/এএস/মার্চ ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test