E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাতিয়া ও সুবর্নচর ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে

২০১৬ মার্চ ২১ ১৯:০৩:১৬
হাতিয়া ও সুবর্নচর ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে উপকূলীয় দুই উপজেলা হাতিয়া ও সুবর্ণচরে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। প্রথম ধাপে আগামীকাল মঙ্গলবার জেলার হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপুর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট কেন্দ্রে ৯৬৫ জন পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র‌্যাব, কোষ্টগার্ড ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া ১০জন নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাচন কমিশনের ৫টি পর্যবেক্ষক দল কাজ করবে।

(এসইউএস/এএস/মার্চ ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test