E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

২০১৬ মার্চ ২২ ০৯:৩২:৪১
সাতক্ষীরায় ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি :সহিংসতার কারণে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই বাতিল ঘোষণা করা হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নির্বাচনী সহিংসতার কারণে কুমিরা ইউনিয়নের তিনটি কেন্দ্র বাতিল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- ভাগবাহ, অভয়তলা ও কাদপুর। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব কেন্দ্রে পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির সময় পুলিশের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও তার ছোট ভাই রুহুল আমিন গুলিবিদ্ধ হন।

এদিকে, জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে পাঁচটি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা শাহজান আলী। তিনি ইউনিয়নের ১০টি কেন্দ্রের মধ্যে কাদপুর, হিজলদি, চান্দুড়িয়া, সুলতানপুরসহ পাঁচটি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন।


(ওএস/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test