E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যালা নদীতে কয়লা বোঝাই জাহাজ ডুবি, এখনও শুরু হয়নি উদ্ধার অভিযান

২০১৬ মার্চ ২৩ ১৭:৩৫:৫৬
শ্যালা নদীতে কয়লা বোঝাই জাহাজ ডুবি, এখনও শুরু হয়নি উদ্ধার অভিযান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শেলা নদীতে তলাফেটে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে ডুবে যাওয়া সি হর্স-ওয়ান নামের লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় সুন্দরবন বিভাগের গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে।

বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রধান সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. কামাল উদ্দিন আহম্মেদ এই প্রতিবেদন সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) সাইদুল ইসলামের কাছে দাখিল করেন।

প্রতিবেদনে ৩টি সুপারিশ করা হয়েছে। এই লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় জেলা প্রশাসন ও বন বিভাগের অপর দুটি কমিটি ঘটনা তদন্তে কাজ করছে। দূর্ঘটনার কারন হিসেবে লাইটারেজ জাহাজটির মেয়াদ উর্তিন্নসহ ফিটনেস না থাকা, নদীর যথাযতো গতিপথ না জেনে ডুবন্ত নৌযানের উপর দিয়ে চলাচর করা ও চালকের অদক্ষতার কথা উল্লেখ করা হয়েছে।

সুন্দরবন বিভাগের তদন্ত প্রতিবেদনে, সুন্দরবনের মধ্যে দিয়ে স্থায়ী ভাবে ছোট-বড় লাইটারেজ জাহাজসহ সবধরনের যান্ত্রিক নৌযান চলাচল বন্ধ, ডুবে যাওয়া কয়লাবাহী লাইটারেজ জাহাজটি দ্রুত উদ্ধার ও দূর্ঘটনা এড়াতে একই স্থানে ডুবে থাকা অপর দুটি নৌযানের ডুবন্ত এলাকাকে চিহ্নিত করতে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার সুপারিশে করা হয়েছে।

এদিকে ঘটনার ৪ দিন পার হলেও বিআইডাব্লিউটিএ কর্র্তৃপক্ষ ডুবে যাওয়া কয়লাবাহী লাইটারেজ জাহাজটি উদ্ধার কাজ শুরু করতে পারেনি। কবে নাগাদ তারা উদ্ধার কাজ শুরু করতে পারবে তাও নিশ্চিত করে বলতে পারছেনা। তবে বিআইডাব্লিউটিএ কর্র্তৃপক্ষ সুন্দরবনের শেলা নদী দিয়ে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। অন্যদিকে বনবিভাগ, খুলনা বিশ্ব বিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোস্ট গার্ডের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটিরও কাজ চলছে। আগামী ২/১ দিনের মধ্যে এ কমিটি তাদের প্রতিবেদন জমা দিবে।

গত শনিবার বিকালে সুন্দরবনের শেলা নদীর হরিণটানা এলাকায় তলাফেটে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে ডুবে যাওয়া সি হর্স-১ নামের লাইটারেজ জাহাজ ডুবে যায়। বিগত ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি ওয়েল ট্যাঙ্কার ডুবে যায়। ওই সময় সুন্দরবনের এই নৌপথটি দিয়ে যান চলাচল বন্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন দাবী জানিয়ে আসছে।

(একে/এএস/মার্চ ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test