E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ভোট জালিয়াতির ঘটনায় ২৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

২০১৬ মার্চ ২৪ ২০:৩৫:৩০
সাতক্ষীরায় ভোট জালিয়াতির ঘটনায় ২৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি : ভোট কেন্দ্রে ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে সাতক্ষীরার পাঁচটি উপজেলার ১৪টি ভোট কেন্দ্রের সরকার দলীয় বা বিদ্রোহী প্রার্থীসহ কয়েকজন ইউপি সদস্য প্রার্থীর নামে মামলা দায়ের করা হয়েছে। স্ব-স্ব ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা বাদি হয়ে বুধবার ও বৃহষ্পতিবার  পাঁচটি থানায় এসব মামলা দায়ের করেন। এসব ঘটনায় কর্মকর্তা ও সিপাহীৗসহ কমপক্ষে ২৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্রে, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে, সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চারটি কেন্দ্রে, কলারোয়া উপজেলার কুশোডাঙা ইউনিয়নের দু’টি কেন্দ্রে কেরালকাতা ইউনিয়নের একটি কেন্দ্রে, তালা উপজেলার কুমিরা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ব্যালট ছিনতাই করে জাল ভোট দেওয়ার অভিযোগে ওইসব কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনারের নজরে আসে। এসব ঘটনায় নির্বাচন কমিশনের উপসচিব ( নিঃ প-২) মো. সামসুল আলম (স্মারক নং/ সুত্র: জে নি অ ১৭,০৫৮৭০০,০০০,৪১,০০১,১৬-১১৪ তাং-২২-০৩-১৬) স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৭০ ও ৭৭ অনুযায়ী দোষী মনোনয়নপ্রার্থীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়।। গত বুধবার এ সংক্রান্ত চিঠি পত্র সংশ্লিষ্ট থানা ও নির্বাচন অফিসে পঠানো হয়েছে।

একই চিঠিতে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে বিশেষ বিধান আইন ১৯৯১ এর ৫ এর (৩) উপ-ধারা অনুসারে সাময়িক বরখাস্থ করার নির্দেশ দেওয়া হয়।

এরই সূত্র ধরে বুধবার রাতে শ্যামনগর থানায় কৈখালি ইউনিয়নের তিনটি কেন্দ্র, দেবহাটার পারুলিয়া ইউনিয়নের একটি কেন্দ্র, বৃহষ্পতিবার সদর উপজেলার আল্পীুর ইউনিয়নের চারটি কেন্দ্র, তালা উপজেলার কুমিরা ইউনিয়নের তিনটি কেন্দ্র, কলারোয়া উপজেলার কুশোডাঙা ইউনিয়নের দু’টি ও কেরালকাতা ইউনিয়নের একটি কেন্দ্রের স্ব-স্ব প্রিসাইডিং অফিসার বাদি হয়ে স্ব- স্ব থানায় মোট ১৪টি মামলা দায়ের করেন। এ সমব মামলার আসামী হিসেবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ কয়েকজন ইউপি সদস্যকে আসামী করা হয়েছে। একইসাথে এসব ঘটনায় পুলিশের উপপরিদর্শক, সহকারি উপপরিদর্শক ও সিপাহীসহ কমপক্ষে ২৫জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে কেরালকাতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী স,ম মোর্শেদ আলীর ভাই সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার মুজিবের বিরুদ্ধে পৃথকভাবে চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন অভি ও রতনপুর গ্রামের ইউনুছ আলী বাদী হয়ে আরো দুইটি মামলা দায়ের করেছেন। মামলায় প্রেস থেকে নকল ব্যালট পেপার ছেপে এনে ভোটকেন্দ্রে বিলি করা ও নির্বাচনে সহিংসতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

(ওএস/এস/মার্চ২৪,২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test