E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

২০১৬ মার্চ ২৫ ২০:৪৪:২৫
সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : নৌকা প্রতীকে ভোট দেওয়ার পর আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। জীবন বাঁচাতে ওইসব পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ওইসব পরিবারের নারী ও শিশুরা। প্রতিকার চেয়ে শুক্রবার দুপুর ১২টায় সাতক্ষীরা- আশাশুনি সড়কের সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেছে ওইসব নির্যাতিত পরিবারের সদস্যরা। পরে তারা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের খোকন মণ্ডল ও পিণ্টু মণ্ডল বলেন, ঠাকুরাবাদ, গাইয়াখালি, হাসখালী ও বলাবাড়িয়া গ্রাম নিয়ে গঠিত ৬নং ওয়ার্ড। এ খানে ভোটার সংখ্যা এক হাজার ৯২২। ছয়জন মুসলিম ভোটার বাদে সকলেই হিন্দু। এ ভোটের নব্বই শতাংশ পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শহীদুল ইসলাম পিণ্টু। তবে ইউনিয়নে ভোট গণনা শেষে জয়লাভ করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক চশমা প্রতীক প্রার্থী সম সেলিম রেজা মিলন।

সেলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মস্তাকিমের ঘনিষ্ট।
চশমায় ভোট না দিলে এলাকা ছাড়া হবে বলে হুমকি দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ও সেলিম রেজা মিলনের লোকজন। সে অনুযায়ি মঙ্গলবার রাত ৯টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে যারা নৌকার পক্ষে কাজ করেছে তাদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করার হুমকি দেওয়া হয়।

বুধবার সকাল থেকে বলাবাড়িয়া, ঠাকুরাবাদ, গাইয়াখালি ও হাঁসখালি গ্রামের কমপক্ষে শতাধিক হিন্দু বাড়িতে হামলা চালায় জয়ী প্রার্থী ও মোস্তাকিমের লোকজন। হামলায় কমপক্ষে ১০জন আহত হয়। ভাঙচুর করা হয় পাঁচটি বাড়ি। লুটপাট করা হয় ঘরের মালামাল ও চিংড়ি ঘেরের মাছ। জীবন বাঁচাতে শতাধিক পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেলে খোলপেটুয়া নদীর অপর পারে খাজরা ও আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছেন। বলবাড়িয়া গ্রামের ডা. সুশীল চন্দ্র মন্ডল মৃত্যু ভয়ে ভারতে চলে গেছেন।

তারা আরও বলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাাকিম ও নবনির্বাচিত চেয়ারম্যান মিলনের নেতৃত্বে ওয়ার্ড বিএনপি’র সভাপতিমঙ্গল চন্দ্র মন্ডল, সমরেশ সানা, রবীন্দ্রসাথ সানা, জনার্দন সানা, কার্তিক সরদার, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের ঘেরের কর্মচারী মনিরুল ইসলাম, আছাদুল ইসলাম, সুকৃতি সানা, প্রিয়ব্রত সরদার, বিশ্বজিৎ সানা, সঞ্জয় মন্ডল, তারক চন্দ্র মন্ডল, সঞ্জিত সানাসহ ৪০/৫০জন পুরুষশূন্য ওইসব পরিবারগুলোর উপর রাতের আঁধারে হুমকি ধামকি দিচ্ছে। হুমকি দেওয়া হয়েছে যুবতী ও গৃহবধুদের সম্ভ্রম নষ্ট করার।

তারা হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী ও সরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কারের দাবি জানান তারা।
পরে তারা এক সংবাদ সম্মেলন করে।


(আরএনকে/এস/মার্চ২৫,২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test