E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউনেস্কোর বিশেষজ্ঞ দল ঘুরে দেখেছেন জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতির বর্তমান অবস্থা 

২০১৬ মার্চ ২৫ ২১:০৭:৩০
ইউনেস্কোর বিশেষজ্ঞ দল ঘুরে দেখেছেন জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতির বর্তমান অবস্থা 

বাগেরহাট প্রতিনিধি :ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের জাতিসংঘের ইউনেস্কোর বিশেষজ্ঞ দলটি ৩ দিন ধরে জলস্থলের জীববৈচিত্র্য, মাটি-পানি ও প্রাণপ্রকৃতি বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ শুক্রবার সন্ধ্যায় শেষ করেছেন।

তিন সদস্যের ইউনেস্কোর রিঅ্যাকটিভ মনিটরিং মিশনের বিশেষজ্ঞ দলটি সুন্দরবন বিভাগের আধুনিক জলযান বন বিলাসে করে শ্যালা নদীসহ বিভিন্ন নদ-নদীতে অয়েল ট্যাংঙ্কারসহ লাইটারেজ জাহাজ ডুবির বিভিন্ন র্দূঘটনাস্থলসহ ৩টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কটকা-কচিখালী, নীলকমল ও পশ্চিম অভয়ারণ্য পরিদর্শন করেন। দেখেন মানবনসৃষ্ট দূষনে সুন্দরবনে পরিবেশ বিপর্যয়ের চিত্র। প্রতিনিধিদলটি বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনে অবস্থান করেন। সর্বশেষ শুক্রবার রাত পোনে ৮টায়ও ইউনেস্কোর রিঅ্যাকটিভ মনিটরিং মিশনের বিশেষজ্ঞ দলটি মংলায় হোটেল পশুরে সুন্দরবনের বর্তমান অবস্থা নিয়ে সরকারী কর্মকর্তা ও পরিবেশবাদি সংগঠনগুলোর নেতাদের বক্তব্য শুনছিলেন। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

ইউনেস্কোর পর্য়বেক্ষণ বিশেষজ্ঞ দলে রয়েছেন, ফ্্রান্সের ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান ইউনিটের প্রকল্প কর্মকর্তা ফ্যানি এডোলফিন এম ডোভের, যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা প্রকৃতি সংরক্ষণ বিশেষজ্ঞ নওমি ক্লার ও ইউনেস্কোর বিশ^ ঐতিহ্যের পর্যবেক্ষণ কর্মকর্তা (মনিটরিং অফিসার) মিজুকি মুরাই। এছাড়া ওই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সরকারের জ¦ালানী, বন ও পরিবেশ, মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।

গত বছরের মার্চে ইউনেস্কোর বার্ষিক সাধারণ সভায় সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ নির্মান বন্ধের দাবী জানানোর পাশাপাশি সুন্দরবনের ভেতর নৌপথ ও শ্যালা নদীতে তেল ছডিয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দেয়। ওই চিঠির বিষয়ে সরকারের ব্যখ্যায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রর রিঅ্যাকটিভ মনিটরিং মিশন সন্তুষ্ট হতে না পেরে তারা বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষ করতে সুন্দরবন সফরের সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে জাতিসংঘের ইউনেস্কোর তিন সদস্যের এই বিশেষজ্ঞ দলটি ৩দিন সুন্দরবন সফর করেন। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সুন্দরবনের বাংলাদেম অংমের ৩টি অভয়ারণ্যকে জাতিসংঘের ইউনেস্কো কমিশন ৫২২তম ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ঘোষনা করে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) সাইদুল ইসলাম জানান, শুক্রবার দিনভর ইউনেস্কোর রিঅ্যাকটিভ মনিটরিং মিশনের বিশেষজ্ঞ দলটি ৩টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কটকা-কচিখালী, নীলকমল ও পশ্চিম অভয়ারণ্য পরিদর্শন করেন। এরআগে শ্যালা নদীসহ বিভিন্ন নদ-নদীতে অয়েল ট্যাংকারসহ ল্াইটারেজ জাহাজ ডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার প্রতিনিধি দল সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন ও সুন্দরবনের অদূরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে সেখানকার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ডিএপও আরও জানান,এই মিশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কনভেনশন বাস্তবায়ন বিধিমালা ২০১৫ অনুযায়ী কাজ করে। বিশ্ব ঐতিহ্য রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট দেশের সরকারকে পরামর্শ ও সুপারিশ দেয়ে থাকে এই মিশন। কিন্তু সরকার সেই সুপারিশ বান্তবায়নে ব্যর্থ হলে বিশ্ব ঐতিহ্যের নামের তালিকা থেকে বাদ যায় সেদেশের ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডটি।


(এসএকে/এস/মার্চ২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test