E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও প্রথম কচি-কাঁচা একাডেমী এবং ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ

২০১৬ মার্চ ২৬ ১৭:২৪:১৮
আবারও প্রথম কচি-কাঁচা একাডেমী এবং ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ

নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী ও ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ আবারও পৃথক গ্রুপে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।

শনিবার সকালে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজে কচি-কাঁচা একাডেমী ক-গ্রুপে এবং ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ খ-গ্রুপে প্রথম স্থান অর্জন করে।

এছাড়া সোসাইটি পরিচালিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্পণ, রচনা প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করে।

রচনা প্রতিযোগিতায় কচি-কাঁচা একাডেমী, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক দুইটি গ্রুপে অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির আমিনা বুশরা, দ্বিতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির আদেল-উজ-জামান এবং তৃতীয় স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির সাহরিন সারওয়ার সাওম। ‘খ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে নবম শ্রেণির আনিকা তাহ্সিন, দশম শ্রেণির ইয়াসমিন সুলতানা আশা ও অষ্টম শ্রেণির ফারিয়া আক্তার শিলা। বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রাজিবুল আলম ও কচি-কাঁচা একাডেমীর সহকারী শিক্ষক নার্গিস আক্তার এবং শিশুদের পক্ষ থেকে কামরুন্নাহার লামিয়া ও মাহমুদুর রেজা মিশু। এছাড়া নবম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন্নেছা জ্যোতির সম্পাদনায় ‘শেকল পরা স্বাধীনতা ’ নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়।

(ওএস/এএস/মার্চ ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test