E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

২০১৬ মার্চ ২৮ ১৩:৩৭:৩৯
গোপালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

গোপালগঞ্জ প্রতিনিধি :দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জে মানববন্ধন, শপথবাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‌্যালীকারীরা দুর্নীতি বিরোধী বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করে এবং শ্লোগান দেয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদেও শপথ বাক্য পাঠ করানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক এই শপথ বাক্য পাঠ করান। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক,পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিএম হাসান কবীর সানু, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের মোঃ হাবিবুর রহমান মল্লিক প্রমূখ বক্তব্য রাখেন।

সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পূর্বে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়।




(এসডি/এস/মার্চ২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test