E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মংলা বন্দরে ৮০টি আমদানী নিষিদ্ধ মটরসাইকেল আটক

২০১৬ মার্চ ২৯ ২০:২৩:২৬
মংলা বন্দরে ৮০টি আমদানী নিষিদ্ধ মটরসাইকেল আটক

বাগেরহাট প্রতিনিধি :মংলা বন্দরে আমদানী নিষিদ্ধ ৮০টি মটরসাইকেল আটক করেছে কাস্টমস। শুল্ক ফাঁকি ও ঘোষণা বর্হিভূত অতিরিক্ত সিসি’র আমদানী নিষিদ্ধ মটরসাইকেল আমদানী করার অভিযোগে গাড়ীগুলো আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মংলা বন্দর জেটিতে থাকা ওই ৮০টি মটর সাইকেল আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন অটো এন্টারপ্রাইজ গত ফেব্রুয়ারি মাসে কোরিয়া থেকে ৮০টি মটরসাইকেল আমদানী করে। দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর থেকে ৩টি কন্টেইনারে ৮০টি মটরসাইকেল নিয়ে বিদেশী জাহাজ এম,ভি স্যাংজরজিং গত ৬ ফেব্রুয়ারি মংলা বন্দরে আসে। জাহাজটি বন্দর জেটিতে গাড়ীর কন্টেইনার ৩টি নামিয়ে দিয়ে বন্দর ত্যাগ করে। এরপর আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন অটো এন্টারপ্রাইজ ও সিএন্ডএফ এজেন্ট মেসার্স শাহরিয়ার শিপিং এজেন্ট গাড়ী আমদানীকৃত গাড়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে ছাড় করিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করে। কিন্তু গত ২৪ মার্চ মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো: জাহাঙ্গীর আলম ওই কন্টেইনার ৩টিতে আনা আমদানীকৃত গাড়ীর পরীক্ষণ-নিরীক্ষণের কাজ শুরু করে। আমদানীকারকের দেয়া আমদানীনীতির ঘোষণা পত্রের সাথে কন্টেইনারে আসা গাড়ীর সিসি’র মিল না থাকায় কন্টেইনার ৩টি আবারো সিলগালা করে দেয় দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা। এরপর বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পর নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার দুপুরে বন্দর জেটিতে থাকা ওই ৮০টি মটরসাইকেল আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানীকারকের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে এই কর্মকর্তা জানান।

মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো: জাহাঙ্গীর আলম আরো জানান, আমদানীকারক ৮০টি মটর সাইকেলের দাম দেখিয়েছেন মাত্র ২২ লাখ ৮০ হাজার টাকা। যার প্রতিটির মূল্য বলা হয়েছে ২৮ হাজার ৫শ টাকা। তবে আমদানীকৃত এই গাড়ীর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়া ১শ ৫৫ অধিক সিসির মটর সাইকেল আমদানীনীতিতে নিষিদ্ধ থাকলেও এই আমদানীকারক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১শ ২৫ সিসির ৬২টি, ২শ৫০ সিসির ১৬টি ও ৬শ ৫০ সিসির ২টি মটর সাইকেল আমদানী করেছে। অথচ তার ঘোষণা পত্রে আমদানীকৃত গাড়ীর সিসি উল্ল্যেখ করা ছিল ১শ ৫০ সিসির।

গাড়ীগুলো পরীক্ষণের সময় মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো: জাহাঙ্গীর আলমের সাথে ছিলেন সহকারী রাজম্ব কর্মকর্তা শাহিন কবির, কানু কুমার মিত্র ও সহকারী কমিশনার এস এম আরেফিন জাহিদি। গত দু’মাসে ৪৫০টি আমদানী চালানে পরীক্ষণ-নিরীক্ষণ চালিয়ে প্রায় ২শটি চালানেই অনিয়মে পাওয়া গেছে বলেও জানান মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো: জাহাঙ্গীর আলম।



(এসএকে/এস/মার্চ২৯,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test