E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা বিষয়ক সেমিনার 

২০১৬ মার্চ ৩১ ১৭:৩৭:৪৬
বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা বিষয়ক সেমিনার 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা বিষয়ক জনসচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা জজশীপের সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিকালে অনুষ্ঠিত এই সেমিনারে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক গোলক চন্দ্র বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জিয়া হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, আইনজীবী সমিতির সভাপতি ড.একে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক অজিয়ার রহমান পিকলু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু প্রমুখ। সেমিনারে আইনগত সহায়তার মামলার বাদি পক্ষের আইনজীবীরা তাদের নানা সমস্যা ও অসংগতির কথা তুলে ধরেন।

আয়োজকরা সেমিনারে জানান, বাগেরহাটে আদালতে আইনগত সহায়তার মামলার সংখ্যা ৬০৪টি। এরমধ্যে ফৌজদারী ৪১৪ টি, দেওয়ানী ৮১টি, পারিবারিক ১০৫টি ও অন্যান্য ৪টি। এসব মামলার পর্যালোচনাসহ ন্যায় বিচার করে নিস্পত্তির জন্য বিচারক ও আইনজীবীসহ আইনী সহায়তা কমিটির সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা।

(একে/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test