E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন, চলছে গণনা

২০১৬ মার্চ ৩১ ১৮:১৮:০০
নওগাঁয় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন, চলছে গণনা

নওগাঁ প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় বৃহস্পতিবার নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ১৯ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। দুটি ইউনিয়নের ১৭৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। সন্ধ্যে ৬টা পর্যন্ত কোন কোন কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে এনক্লোজারের ভিতর যেসব ভোটার প্রবেশ করেছিলেন তাদের ভোট গ্রহন চলছিল। অন্য কেন্দ্রগুলোতে ভোট গননা শুরু হয়েছে।

ধামইরহাট উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিণ মহিলা সদস্য পদে ৮৫জন এবং সাধারণ সদস্য পদে ২৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৭৪টি কেন্দ্রের ৪১৮টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিল ১ লাখ ২৭ হাজার ৯শ’ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৯শ’ ৮৩ এবং নারী ভোটার ৬৩ হাজার ৯শ’ ৯৬ জন।
অপরদিকে পত্নীতলা উপজেলার ১১ ইউনিয়নের ১শ’টি কেন্দ্রে ভোট গ্রহন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে উপজেলার ১১টি ইউপিতে আওয়ামীলীগের ১১, বিএনপি ১১, জাতীয় পার্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২১জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। এছাড়া ১১ ইউনিয়নের ৯৯ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১২৭ জন এবং সাধারন সদস্য (মেম্বার) পদে ৪০৬ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। পত্নীতলার ১১ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮৬ জন। সন্ধ্যে ৬টা ১০মিনিটে এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

(বিএম/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test