E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নারীসহ আহত ১৫

২০১৬ এপ্রিল ০২ ১৩:২০:৩৫
মদনে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নারীসহ আহত ১৫

মদন ( নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় শনিবার নায়েকপুর ইউনিয়নে আকাশ্রী গ্রামে নির্বাচন পরবতি সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবসাী সূত্রে জানা গেছে,নায়েকপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডে বিজয়ী মেম্বার জাহাঙ্গীরের লোকজন ৩১ মার্চ ফলাফল শুনে বিজয় মিছিল বের করলে তার নিকটতম প্রতিদ্বন্ধী রান্টু মিয়ায় লোকজন মিছিলে বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীরের ছোট ভাই সাইফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঐ দিনই তাকে মদন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এরই জের ধরে শনিবার বিজয়ী মেম্বার জাহাঙ্গীরের চাচা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলাম (৬৮) আকাশ্রী বিদ্যালয়ের সামনে গেলে রান্টু মিয়ার লোকজন তাকে মারধর করে এর খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে ।

আহতরা হলো মোঃ আজিজুল ইসলাম (৬৮),মোঃ হুমায়ুন (৩০),আবু তাহের টিপু (৪৫),এনামুল হক দিপু (৩৫),ফেরদৌস (৩৫),মোঃ আলম (৪০),জুলহাস (৩৫),রফিকুল ইসলাম (৩৫),হৃদয় মিয়া (১৬),বেদেনা আক্তার (৫৫),রেহেনা আক্তার (৫২)কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরতর আহত আবু তাহের টিপুকে আশংকাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বাকী আহতরা পল্লী চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে এস আই সাইফুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে বলেন,আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



(এএমএ/এস/এপ্রলি০২,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test